অ্যাকসেসিবিলিটি লিংক

মালিতে জাতিসংঘের দু’জন শান্তিরক্ষী নিহত, আহত বেশ কয়েকজন


মালির টিমবুকতুর উপকণ্ঠে জাতিসংঘ শান্তিরক্ষীরা টহল দিচ্ছে। ২৩ জুলাই, ২০১৩। (ফাইল ছবি)
মালির টিমবুকতুর উপকণ্ঠে জাতিসংঘ শান্তিরক্ষীরা টহল দিচ্ছে। ২৩ জুলাই, ২০১৩। (ফাইল ছবি)

মালিতে জাতিসংঘের বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতা মিশন (মিনুসমা) মঙ্গলবার বলেছে, তাদের গাড়ী বহর আচমকা একটি বিস্ফোরকে আঘাত করলে, জাতিসংঘের অন্তত দু’জন শান্তিরক্ষী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। নিহতরা মিশরের নাগরিক ছিল বলে তারা জানিয়েছে।

মিনুসমা জানিয়েছে, টেসালিট শহর এবং গাও শহরের মধ্যবর্তী এলাকায় ওই বিস্ফোরণটি ঘটেছে।

দেশটির উত্তরাঞ্চলে ইসলামপন্থী বিদ্রোহীরা তৎপরতা শুরু করলে, এক দশকেরও বেশি সময় আগে এই সংঘাতের শুরু হয়। কিছু জঙ্গি আল-কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কযুক্ত বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শান্তিরক্ষীদের উপস্থিতি সত্ত্বেও জঙ্গিরাই প্রতিনিয়ত জয়ী হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, সংঘর্ষে এ পর্যন্ত হাজার হাজার মানুষ মারা গেছে এবং বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।

২০২২ সালের প্রথম ছয় মাসে দশজন শান্তিরক্ষী সেখানে নিহত হয়েছে।

[ এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেয়া ] ।

XS
SM
MD
LG