অ্যাকসেসিবিলিটি লিংক

শক্তিশালী ভূমিকম্পে দক্ষিণ ইরানে পাঁচজনের প্রাণহানি


ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় 620 মাইল দক্ষিণে হরমোজগান প্রদেশের সায়েহ খোশ গ্রামে ভূমিকম্পের পরে একজন ব্যক্তি ধ্বংসস্তূপ পরিষ্কার করছেন। শনিবার, ২ জুলাই, ২০২২।
ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় 620 মাইল দক্ষিণে হরমোজগান প্রদেশের সায়েহ খোশ গ্রামে ভূমিকম্পের পরে একজন ব্যক্তি ধ্বংসস্তূপ পরিষ্কার করছেন। শনিবার, ২ জুলাই, ২০২২।

শনিবার উপর্যুপরি শক্তিশালী ভূমিকম্পে দক্ষিণ ইরান কেঁপে ওঠে, এতে কমপক্ষে পাঁচজন নিহত, ৯০ জনের বেশি আহত এবং একটি পুরো গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, হরমোজগান প্রদেশের প্রধান বন্দর আব্বাস শহরের পশ্চিমে ৬.০ মাত্রার আরও দুটি ভূমিকম্প আঘাত হেনেছে।

ইউএসজিএস বলেছে, রাত দু’টার কিছুক্ষণ পরেই দেজগান শহরের উত্তরে একটি এলাকা কেঁপে ওঠে, দুই ঘন্টা পরে ৫.৭ মাত্রার কম্পন আঘাত হানে এবং তারপর দ্রুত দ্বিতীয় ৬.০ মাত্রার ভূমিকম্প হয়।

সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-এর বরাত দিয়ে হরমোজগানের গভর্নর মেহেদি দৌস্তি বলেছেন, এই ঘটনায় পাঁচজনের প্রাণহানি হয়েছে।

দৌস্তি, রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন যে ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি সায়েহ খোশ গ্রামটি "সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।"

জাতীয় জরুরি পরিষেবার মুখপাত্র মোজতবা খালেদী রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ৯৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে মাত্র সাতজন এখনও চিকিৎসার জন্য হাসপাতালে রয়েছেন।

খবরের ফুটেজে সায়েহ খোশের ধ্বংসস্তুপে পরিণত আবাসিক ভবনগুলিকে দেখা গেছে, যা বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে নিমজ্জিত হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি হরমোজগান প্রদেশ পরিদর্শন করেছেন এবং রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন যে পানি ও বিদ্যুৎ পুনরুদ্ধার করা সরকারের শীর্ষ অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

XS
SM
MD
LG