অ্যাকসেসিবিলিটি লিংক

বাইডেন প্রশাসন হাভানা সিনড্রোমে ক্ষতিগ্রস্থদের ৬ অঙ্কের ক্ষতিপূরণ দেয়ার পরিকল্পনা করছে


একটি পুরনো আমেরিকান গাড়ি কিউবার হাভানায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের পাশ দিয়ে যাচ্ছে। ৩ মে, ২০২২।
একটি পুরনো আমেরিকান গাড়ি কিউবার হাভানায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের পাশ দিয়ে যাচ্ছে। ৩ মে, ২০২২।

বাইডেন প্রশাসন হাভানা সিনড্রোমের শিকার ব্যক্তিদের ১ লাখ থেকে ২ লাখ ডলারের মতো ক্ষতিপূরণ দেয়ার পরিকল্পনা করছে।বৃহস্পতিবার বিষয়টির সাথে যুক্ত একটি সূত্র এ খবর জানায়। হাভানা সিনড্রোম একটি অস্বাভাবিক ধরনের স্বাস্থ্য পরিস্থিতি, যা বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের কূটনীতিক এবং গোয়েন্দাদের ওপর বিরূপ প্রভাব ফেলে।

আগামী কিছু দিনের মধ্যে প্রকাশিতব্য প্রস্তাবিত বিধানটি, গত বছর যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাস হওয়া হাভানা আইন-এর পর প্রণীত হতে যাচ্ছে। হাভানা অ্যাক্ট (আইন), স্বরাষ্ট্র মন্ত্রক, সিআইএ এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য সরকারি সংস্থাগুলো, দায়িত্ব পালনকালে কোন কর্মী হাভানা সিনড্রোমে আক্রান্ত হলে, তাদের ও তাদের পরিবারকে অর্থ প্রদানের অনুমতি দিয়েছে।

মাথা ব্যাথা, বমি বমি ভাব,স্মৃতিশক্তি হ্রাস কমে যাওয়া এবং মাথা ঘোরাসহ নানান উপসর্গ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রায় ২০০ জন কূটনীতিক, কর্মকর্তা এবং বিদেশে থাকা পরিবারের সদস্যরা এই রহস্যময় রোগে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এটি প্রথম ২০১৬ সালে, কিউবার রাজধানী হাভানায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে দেখা গিয়েছিল। তারপর থেকে রাশিয়া এবং চীনের পাশাপাশি ইউরোপ এবং ল্যাটিন আমেরিকাসহ বহু জায়গায় এ রোগে আক্রান্ত হতে দেখা গেছে।

বছরের পর বছর তদন্ত সত্ত্বেও, রাশিয়া বা চীনের মতো প্রতিপক্ষ এটি ছড়িয়েছে কিনা তা যুক্তরাষ্ট্রের সরকার নির্ধারণ করতে পারেনি।

স্বরাষ্ট্র মন্ত্রক অর্থপ্রদানের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে তারা বলেছে, হাভানা আইন, সংস্থাগুলোকে কার্যকর বিধান প্রণয়নের জন্য প্রয়োজন। স্বরাষ্ট্র মন্ত্রকের একজন মুখপাত্র বলেছেন, “এ প্রক্রিয়া সম্পর্কে অবহিত করতে, আরও বিশদ তথ্য শিঘ্রই আমাদের কাছে আসবে।”

XS
SM
MD
LG