অ্যাকসেসিবিলিটি লিংক

সিলেট বিভাগে বন্যায় ৭ দিনে ২২ জনের মৃত্যু: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক


সিলেটের বন্যা পরিস্থিতি
সিলেটের বন্যা পরিস্থিতি

বাংলাদেশের সিলেট বিভাগে চলমান বন্যায়, ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। এ তথ্য জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায়।

হিমাংশু লাল রায় বলেন, “এ পর্যন্ত বন্যায় সিলেট বিভাগে ২২ জনের মৃত্যুর তথ্য আমরা পেয়েছি। এর মধ্যে সিলেটে ১৪ জন, মৌলভীবাজারে তিনজন ও সুনামগঞ্জের পাঁচজন মারা গেছেন।”

এছাড়া, ডুবে যাওয়ার তিনদিন পর মঙ্গলবার (২১ জুন) সকালে সিলেটের জৈন্তাপুরে মা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। হিমাংশু বলেন, “বজ্রপাত, সাপের কামড়, বিদ্যুৎস্পৃষ্ট, ভূমিধস ও পানিতে ডুবে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।”

সিলেট ও সুনামগঞ্জের প্রায় ৮০ শতাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। সোমবার পর্যন্ত অন্তত ৪০ লাখ মানুষ পানিবন্দী ছিলেন। খাদ্য ও সুপেয় পানির সংকটে পড়েছেন দুই জেলার বাসিন্দারা।

XS
SM
MD
LG