অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণাঞ্চলের যুদ্ধক্ষেত্রে সৈন্যদের সাথে জেলেন্সকির সাক্ষাৎ; পূর্বাঞ্চলের ডনব্যাসে ভয়াবহতম লড়াই


প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ইউক্রেনের সেনা সদস্যদের সাথে একটি ছবি তোলার জন্য দাঁড়িয়েছেন। দক্ষিণাঞ্চলের অজানা স্থানে ছবিটি তোলা হয়, ১৮ জুন ২০২২। (ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল প্রেস সার্ভিস/রয়টার্সের মাধ্যমে প্রাপ্ত)
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ইউক্রেনের সেনা সদস্যদের সাথে একটি ছবি তোলার জন্য দাঁড়িয়েছেন। দক্ষিণাঞ্চলের অজানা স্থানে ছবিটি তোলা হয়, ১৮ জুন ২০২২। (ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল প্রেস সার্ভিস/রয়টার্সের মাধ্যমে প্রাপ্ত)

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি কিয়েভের বাইরে এক বিরল সফর করেন। তিনি যুদ্ধে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলের মিকোলায়েভ শহর সফর করেন। এদিকে, পূর্বাঞ্চলের ডনব্যাস অঞ্চলে সবচেয়ে ভয়াবহ লড়াই চলছে।

পূর্বাঞ্চলের সিভিরোডনেটস্ক শহরের কাছের গ্রামগুলোতে ব্যাপক যুদ্ধ চলছে বলে, ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে। রুশ সৈন্যরা কয়েক সপ্তাহ ধরেই সিভিরোডনেটস্ক-এর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।

পূর্বাঞ্চলের লুহানস্ক অঞ্চলের গভর্নর সের্হি হাইদাই টেলিগ্রামে জানান, “এখন সিভিরোডনেটস্ক-এর কাছের জায়গাগুলোতে সবচেয়ে প্রবল যুদ্ধ চলছে। কাছের গ্রামগুলোতে অত্যন্ত কঠিন লড়াই হচ্ছে – তোশকিভস্কা, জোলোতো-তে। তারা রক্ষাব্যুহ ভেঙে ঢুকে পড়তে চাচ্ছে কিন্তু ব্যর্থ হচ্ছে। আমাদের প্রতিরোধকারীরা সবদিকেই রুশদের সাথে লড়ছে"।

হাইদাই আরও জানান, রুশ সৈন্যরা লিসিশ্যান্সক-এ প্রবলভাবে গোলাবর্ষণ করছে। সিভিরোডনেটস্ক=এর পাশের নদীর ওপারের একটি শহর সেটি। ঐ শহরটি এখনও ইউক্রেনীয়দের নিয়ন্ত্রণে রয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক শনিবার জানায় যে, রুশ বাহিনী লিসিশ্যান্সক ও মধ্য-ইউক্রেনের ক্রেমেনচুক এলাকায় তেল শোধনাগার ও জ্বালানী মজুদাগার ধ্বংস করেছে। রাশিয়া বলে, ঐ জায়গাগুলো ডনব্যাসে ইউক্রেনীয় সামরিক বাহিনীকে সরঞ্জাম সরবরাহ করার উদ্দেশ্যে ব্যবহৃত হতো।

প্রায় চার মাস আগে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে, মিকোলায়েভে জেলেন্সকির এটিই প্রথম সফর ছিল।

প্রেসিডেন্টের দফতর শনিবার ভিডিও প্রকাশ করে। তাতে দেখা যায়, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এক সুউচ্চ আবাসিক ভবন পরিদর্শন করছেন জেলেন্সকি। তাকে স্থানীয় কর্মকর্তাদের সাথে বৈঠক করতেও দেখা যায়। তিনি সম্মুখসারির যোদ্ধাদের সাথেও সাক্ষাৎ করেন।

সফরটি কবে অনুষ্ঠিত হয়েছে সে বিষয়ে প্রেসিডেন্টের দফতর কিছু জানায়নি।

XS
SM
MD
LG