যুদ্ধরত সৌদি আরব এবং ইয়েমেনের হুথি আন্দোলন ইয়েমেনের সাথে কোনো শান্তি চুক্তির অধীনে সৌদি সীমান্তে নিরাপত্তা এবং ভবিষ্যতের সম্পর্ক নিয়ে সরাসরি আলোচনা পুনরায় শুরু করেছে। মঙ্গলবার বিষয়টির সাথে পরিচিত দুটি সূত্র এ খবর জানায়।
জাতিসংঘের মধ্যস্থতায় পূর্বনির্ধারিত যুদ্ধবিরতি চুক্তি নবায়নের আগে দুই পক্ষের মধ্যকার বিক্ষিপ্ত আলোচনা গত মাসে পুনরায় শুরু হয়েছিল। ২ জুন যুদ্ধবিরতির মেয়াদ আরও ২ মাস বাড়ানো হয়েছে।
পুনরায় আলোচনা শুরু হবার ব্যাপারটি সংঘাতের একটি রাজনৈতিক মীমাংসা খোঁজার উদ্দেশে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার জন্য ইতিবাচক ব্যাপার। এ সংঘা্তে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং ইয়েমেনকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের রাজধানী সানা থেকে হুথিদের বিতাড়িত করতে ব্যর্থ হওয়ার ফলে সৃষ্ট কয়েক বছরের সামরিক অচলাবস্থার পর রিয়াদ ইরানপন্থী আন্দোলনের সাথে সম্পর্ক গড়ে তুলতে চাইছে, যারা এখনো সৌদি আরব-ইয়েমেনের ১ হাজার ৩ শ কিলোমিটার (৮০০ মাইল) সীমান্তের বিশাল অংশ নিয়ন্ত্রণ করে।
সূত্র জানায়, সৌদি এবং হুথি কর্মকর্তারা একটি দীর্ঘমেয়াদী সীমান্ত নিরাপত্তা চুক্তির পাশাপাশি সৌদি শহরগুলোতে বারবার হামলা চালানোর জন্য ব্যবহৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র ড্রোনগুলোর অস্ত্রাগার সম্পর্কে রিয়াদের উদ্বেগ নিয়ে আলোচনা করছেন।