অ্যাকসেসিবিলিটি লিংক

লোহিত সাগরে তেল ছড়িয়ে পড়া রোধ করতে ইয়েমেনকে ১০ মিলিয়ন ডলার দেয়ার প্রস্তাব সৌদি আরবের


ইয়েমেনের তেলের ট্যাঙ্কার
ইয়েমেনের তেলের ট্যাঙ্কার

সৌদি আরব তার লোহিত সাগরের জলসীমায় একটি পুরোনো ইয়েমেনি তেলের ট্যাঙ্কারের সম্ভাব্য তেল ছড়িয়ে পড়া রোধ করতে ১০ মিলিয়ন ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

ক্ষয়ে যাওয়া ৪৫বছরের পুরনো ট্যাঙ্কারটি এফএসও সেফার নামে পরিচিত। এটি দীর্ঘকাল ধরে ভাসমান স্টোরেজ প্লাটফর্ম হিসেবে ব্যবহৃত হতো এবং এখন বিদ্রোহী-নিয়ন্ত্রিত ইয়েমেনি বন্দর হোদেইদা থেকে পরিত্যক্ত। ইয়েমেন গৃহযুদ্ধে নিমজ্জিত হবার পর থেকে এটিকে ঠিকঠাক করা হয়নি।

গত সপ্তাহে পরিবেশগত প্রচারাভিযান দল গ্রিনপিস আরব লীগকে একটি অপারেশনের জন্য তহবিল সংগ্রহ করার আহ্বান জানিয়েছে যা তার ১ দশমিক ১ মিলিয়ন ব্যারেল তেল অন্য জাহাজে স্থানান্তর করবে।

পরিবেশবাদীরা সতর্ক করেছেন, সাগর ছড়িয়ে পড়া তেল পরিষ্কারের আনুমানিক খরচ ২০ বিলিয়ন ডলারের তুলনায় এ অপারেশনের খরচ অনেক কম।

জাতিসংঘ বলেছে, তেল ছড়িয়ে পড়ে পরিবেশ ধ্বংস, মাছ ধরার শিল্প বন্ধ এবং হোদেইদা বন্দর ৬ মাসের জন্য বন্ধ করে দিতে পারে।

সরকারি সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি আরব কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের মাধ্যমে উক্ত প্রচেষ্টায় ১০ মিলিয়ন ডলার অনুদান দেবে।

ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রস্তুতকৃত মিলিটারি ব্যালেন্স প্লাস ডাটাবেস অনুসারে, সৌদি আরবের বর্তমান প্রতিরক্ষা ব্যয় প্রতি বছর ৩৬ দশমিক ৮ বিলিয়ন ডলার।

ইয়েমেনের যুদ্ধের ফলে কয়েক লক্ষ মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে।

XS
SM
MD
LG