অ্যাকসেসিবিলিটি লিংক

এসএসসি পরীক্ষা থাকায় ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী দীপু মনি


এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা
এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা

বাংলাদেশে এসএসসি পরীক্ষা উপলক্ষে, আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার (১২ জুন) সচিবালয়ে এসএসসি পরীক্ষা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

দীপু মনি বলেন, “এ বছর ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী, পরীক্ষায় অংশ নেবে। আগামী ১৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত, বাংলাদেশে তিন হাজার ৭৯০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

এ বছর, নয়টি সাধারণ বোর্ডে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন; দাখিলে দুই লাখ ৬৮ হাজার ৪৯৫ জন ও কারিগরিতে এক লাখ ৬৩ হাজার ৬৬২ জন পরীক্ষায় অংশ নেবে।

XS
SM
MD
LG