১৯২২ সালের ৩০ মে যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে উৎসর্গ করে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে তৈরি করা হয় লিঙ্কন মেমোরিয়াল। এই মেমোরিয়ালটি যুক্তরাষ্ট্রের খুব প্রিয় একটি জাতীয় প্রতীক। ১৮৬১ থেকে ১৮৬৫ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী এই প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা হয়।
লিঙ্কন দাস প্রথার অবসানের জন্য লড়াই করেছিলেন এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণের ১১টি রাষ্ট্রের মধ্যে উত্তাল গৃহযুদ্ধের সময় দেশটিকে নেতৃত্বে দিয়েছিলেন ।
প্রতি বছর প্রায় লক্ষাধিক দর্শনার্থীর ভিড় হয় লিঙ্কন মেমোরিয়ালে যারা এই স্মৃতিসৌধটির মহিমা দেখে বিস্মিত হন।
এর বাইরের দিকটির সঙ্গে প্রাচীন গ্রীক মন্দির পার্থিননের মিল রয়েছে। ভেতরে লিঙ্কনের মার্বেলের একটি ৬ মিটার উঁচু ভাস্কর্য রাখা আছে।