অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে 'বিশৃঙ্খলা' নিয়ে একে অন্যকে দোষারোপ


চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদের খেলা দেখার জন্য আইফেল টাওয়ারের সামনে লিভারপুল ভক্তরা। প্যারিস, ফ্রান্স – ২৮ মে, ২০২২।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুল বনাম রিয়াল মাদ্রিদের খেলা দেখার জন্য আইফেল টাওয়ারের সামনে লিভারপুল ভক্তরা। প্যারিস, ফ্রান্স – ২৮ মে, ২০২২।

শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে এবং খেলা চলাকালীন সময় ফরাসি জাতীয় স্টেডিয়ামে উদ্ভূত বিশৃঙ্খল পরিস্থিতিকে একটি জাতীয় বিব্রতকর দৃশ্য হিসাবে চিহ্নিত করা হয়। তবে ফরাসি মন্ত্রীরা ওই বিশৃঙ্খলার জন্য লিভারপুল সমর্থকদেরই দায়ী করেছেন।

লিভারপুল এবং রিয়াল মাদ্রিদের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি ৩৫ মিনিট দেরিতে শুরু করতে হয়েছিল। কারণ পুলিশ টিকিট ছাড়াই স্ট্যাডে ডি ফ্রান্সে ঢোকার চেষ্টাকারী লোকদের আটকানোর চেষ্টা করছিল। তবে কিছু টিকিটধারী অভিযোগ করেন, তাদের স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এই সমস্যার কারণের জন্য জাল টিকিটকে দায়ী করেছে। তারা বলেছে, তারা এটি ফরাসি কর্তৃপক্ষ এবং ফরাসি ফুটবল ফেডারেশনের সাথে একত্রে ঘটনাগুলি পর্যালোচনা করবে।

রিয়ালের কাছে ১-০ ব্যবধানে পরাজিত হওয়ার পর লিভারপুলের প্রতি তার "সমবেদনা" জ্ঞাপন করে প্যারিসে ব্রিটিশ রাষ্ট্রদূত মেনা রাওলিংস টুইট করেছেন, "আমাদের সত্যতা প্রতিষ্ঠা করতে হবে।"

অন্যদিকে, ফ্রান্সের স্বরাষ্ট্র ও ক্রীড়া মন্ত্রীরা স্পষ্টভাবে "ব্রিটিশ" সমর্থকদের উপর দোষ চাপিয়েছেন।

লিভারপুল ফুটবল ক্লাবও এক বিবৃতি জারি করে বলেছে: "আমরা আনুষ্ঠানিকভাবে এই অগ্রহণযোগ্য সমস্যার কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্তের অনুরোধ করেছি।"

স্টেডিয়ামের দৃশ্যগুলো ফ্রান্সের ভিতরেও ক্ষোভের সৃষ্টি করে, সব পক্ষের রাজনীতিবিদরা একে জাতীয় কলঙ্ক বলে অভিহিত করেছেন।

কট্টর-ডানপন্থী নেতা ও সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী, নিকোলাস ডুপন্ট-অ্যাগনান, টুইটারে বলেছেন, "এটি ফ্রান্সের জন্য লজ্জাজনক!"

এমনকি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর শিবিরের কেউ কেউ ঘটনাগুলির জন্য দুঃখ প্রকাশ করেছেন।

XS
SM
MD
LG