অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্ক আজারবাইজান এয়ার শোতে ড্রোন প্রদর্শন করেছে


বাকুতে বাকু ক্রিস্টাল হলে মহাকাশ ও প্রযুক্তি উত্সব 'টেকনোফেস্ট আজারবাইজান'-এর উদ্বোধনের সময় তুরস্কের বায়কার দ্বারা নির্মিত বায়রাক্টার টিবি 2 ড্রোনটি উপস্থাপিত হওয়ার সময় একজন তরুণ তা ধরে দেখছেন। ১৭ মে, ২০২২
বাকুতে বাকু ক্রিস্টাল হলে মহাকাশ ও প্রযুক্তি উত্সব 'টেকনোফেস্ট আজারবাইজান'-এর উদ্বোধনের সময় তুরস্কের বায়কার দ্বারা নির্মিত বায়রাক্টার টিবি 2 ড্রোনটি উপস্থাপিত হওয়ার সময় একজন তরুণ তা ধরে দেখছেন। ১৭ মে, ২০২২

ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহৃত ড্রোনের মত তুরস্কের ড্রোন আজারবাইজানে একটি এয়ার শোতে দর্শকদের জন্য প্রদর্শিত হয়েছিল। বিদ্যুতের গতিতে বাতাসে চক্কর দেয়া ড্রোনগুলো দেখে দর্শকরা উল্লাস প্রকাশ করে৷

এই সপ্তাহে আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হওয়া মহাকাশ ও প্রযুক্তি উৎসব টেকনোফেস্টে তুরস্ক তার প্রতিরক্ষা প্রযুক্তি প্রদর্শন করছে।

তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান শনিবার সেখানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

মহাকাশ সংস্থা বায়কার ডিফেন্স তুরস্কের টিবি-টু ড্রোনগুলি তৈরি করেছে। ক্রমশই খ্যাতমান হয়ে ওঠা এরদোয়ানের জামাতা সেলকুক বায়রাক্টার সেখানকার প্রধান প্রযুক্তি কর্মকর্তা।

তুরস্কের ড্রোনগুলি প্রথম মনোযোগ আকর্ষণ করেছিল ২০১৯ সালে যখন সেগুলি লিবিয়ার যুদ্ধের সময় ত্রিপোলিতে সরকারের বিরুদ্ধে বিদ্রোহী কমান্ডার জেনারেল খলিফা হাফতারের অগ্রগতি ব্যাহত করতে ব্যবহার করা হয়।

পরের বছর তা আবার কাজে লাগে যখন তুরস্ক-সমর্থিত আজারবাইজান বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী আর্মেনিয়ান বাহিনীর কাছে হারানো বেশিরভাগ ভূমি পুনরুদ্ধার করে।

টিবি-টু ড্রোন প্রদর্শনীর সময় বিমান উৎসবে আজারবাইজানীয় দর্শকরা সাধুবাদ জানায়। এই ড্রোনগুলো এখন ইউক্রেনে দখলদার রুশ বাহিনীর বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

XS
SM
MD
LG