অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান ২টি গ্রীক ট্যাঙ্কার আটক করেছে


পেগাস ট্যাঙ্কার, সম্প্রতি যেটির নাম পরিবর্তন করে লানা করা হয়েছে, ট্যাঙ্কারটিকে গ্রিসের এজিয়ান সাগর দ্বীপের ক্যারিস্টোস বন্দরে দেখা যাচ্ছে। ২৭ মে, ২০২২
পেগাস ট্যাঙ্কার, সম্প্রতি যেটির নাম পরিবর্তন করে লানা করা হয়েছে, ট্যাঙ্কারটিকে গ্রিসের এজিয়ান সাগর দ্বীপের ক্যারিস্টোস বন্দরে দেখা যাচ্ছে। ২৭ মে, ২০২২

ইরানের বাহিনী শুক্রবার উপসাগরে দুটি গ্রীক ট্যাঙ্কার আটক করেছে। তেহরান গ্রীক উপকূলে আটকে রাখা একটি ট্যাঙ্কার থেকে যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের তেল বাজেয়াপ্ত করার বিষয়ে এথেন্সের বিরুদ্ধে "শাস্তিমূলক ব্যবস্থা" নেবে বলে সতর্ক করার পরপরই তাঁরা ট্যাঙ্কার দুটো আটক করেছে ।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার একজন গার্ডের উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, "বিপ্লবী গার্ডস নৌবাহিনী আজ উপসাগরীয় জলসীমা লঙ্ঘনের জন্য দুটি গ্রীক ট্যাঙ্কার আটক করেছে।" আর কোন বিবরণ দেয়া হয়নি এবং অভিযুক্ত লঙ্ঘনগুলি কী তা জানায়নি।

গ্রীসের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে একটি ইরানী নৌবাহিনীর হেলিকপ্টার গ্রীক-পতাকাবাহী জাহাজ ডেল্টা পোসেইডনে অবতরণ করেছে, যেটি ইরানের উপকূল থেকে ২২ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় যাত্রা করছিল। তাদের ক্রুদের জিম্মি করা হয়েছিল,এদের মধ্যে দুই গ্রীক নাগরিক রয়েছে।

তারা বলেছে যে একই ধরনের ঘটনা ইরানের কাছে আরেকটি গ্রীক-পতাকাবাহী জাহাজে ঘটেছে, জাহাজের নাম না জানিয়ে বলা হয়েছে, উভয় ক্ষেত্রেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে এবং গ্রীস তার মিত্রদের অবহিত করেছে, পাশাপাশি এথেন্সে ইরানের রাষ্ট্রদূতের কাছে অভিযোগ জানানো হয়।

XS
SM
MD
LG