অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ ইউক্রেনের বাসিন্দাদের দ্রুত রুশ নাগরিকত্ব প্রদানের নির্দেশ দিলেন পুতিন


এই ছবিটি ইউক্রেনে চলমান রুশ আক্রমণের মধ্যে তোলা। খেরসন নদীর তীরে একটি ছেলে ফুটবল খেলছে, পাশে একজন রুশ সৈন্য টহল দিচ্ছে।
এই ছবিটি ইউক্রেনে চলমান রুশ আক্রমণের মধ্যে তোলা। খেরসন নদীর তীরে একটি ছেলে ফুটবল খেলছে, পাশে একজন রুশ সৈন্য টহল দিচ্ছে।

বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দুটি অঞ্চলের বাসিন্দাদের জন্য দ্রুত প্রক্রিয়ায় রুশ নাগরিকত্ব দেবার নির্দেশ দিয়েছেন। কিয়েভ প্রতিবাদ জানিয়ে বলেছে এর ফলে তাদের সার্বভৌমত্ব লংঘিত হয়েছে।

পুতিনে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন, যা রুশ সৈন্যদের সম্পূর্ণ নিয়ন্ত্রনে থাকা খেরসনের দক্ষিণ অঞ্চলের বাসিন্দা এবং মস্কো দ্বারা আংশিকভাবে নিয়ন্ত্রিত দক্ষিণ-পূর্বের জাপোরিঝিয়ার বাসিন্দাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

মস্কো এবং মস্কোপন্থী কর্মকর্তারা বলেছেন, উভয় অঞ্চলই রাশিয়ার অংশ হতে পারে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রক “অবৈধ পাসপোর্ট প্রদানের” বিরুদ্ধে দ্রুত প্রতিবাদ জানিয়েছে।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস উদ্বেগ প্রকাশ করেছেন যে এই পরিকল্পনাটি “ইউক্রেনের জনগণকে বশীভূত করার রাশিয়ার প্রচেষ্টা - জোর করে রাশিয়ার ইচ্ছা তাদের ওপরে চাপিয়ে দেয়া।“

বুধবার প্রকাশিত দাপ্তরিক আদেশটি ২০১৯ সালের ডিক্রির ওপর ভিত্তি করে দেয়া হয়েছে। ওই ডিক্রি পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল স্ব-ঘোষিত ডোনেটস্ক এবং লুহানস্ক পিপলস রিপাবলিকের বাসিন্দাদের জন্য একই পদ্ধতির ফাস্ট-ট্র্যাক পদ্ধতির পাসপোর্টের অনুমতি দেয়।

আবেদনকারীদের রাশিয়ায় বসবাস করতে হবে না, পর্যাপ্ত তহবিলের প্রমাণ সরবরাহ করতে হবে না বা রুশ ভাষার পরীক্ষায় পাস করতে হবে না।

ইউক্রেনের ডোনেটস্ক এবং লুহানস্ক অঞ্চলের কয়েক লাখ বাসিন্দা ইতোমধ্যেই রুশ পাসপোর্ট পেয়েছেন।

সোমবার খেরসন কর্তৃপক্ষ ইউক্রেনের মুদ্রার পাশাপাশি রুশ রুবলকে সরকারি মুদ্রা হিসেবে চালু করেছে।

XS
SM
MD
LG