অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বলছে ড্রোন বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছে


একজন ফরেনসিক বিশেষজ্ঞ একটি ড্রোন বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা করছেন যা হুথি বিদ্রোহীরা ২০২২ সালের ২৩শে মে ইয়েমেনের সানায় গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে।
একজন ফরেনসিক বিশেষজ্ঞ একটি ড্রোন বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা করছেন যা হুথি বিদ্রোহীরা ২০২২ সালের ২৩শে মে ইয়েমেনের সানায় গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে।

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সোমবার বলেছে যে দেশটির রাজধানীতে একটি ড্রোন বিমান গুলি করার পর পার্শ্ববর্তী এলাকায় বিধ্বস্ত হলে তিনজন নিহত হয়েছে।

এক বিবৃতিতে, হুথিরা বলেছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নজরদারি ড্রোনটিকে ভূপাতিত করেছে এবং এটি সৌদি নেতৃত্বাধীন জোটের যাদের সাথে তারা যুদ্ধ করছে। হুথিদের দাবি তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।

জোটের একজন মুখপাত্রকে তাৎক্ষণিকভাবে মন্তব্য করার যে অনুরোধ করা হয়েছিল তিনি তাঁর জবাব দেননি।

ঘটনাস্থল থেকে ভিডিওতে দেখা গেছে যে একটি ক্ষতিগ্রস্ত পাইলটবিহীন বিমানকে নিরাপত্তা বাহিনী এবং উৎসুক জনতা ঘিরে রেখেছে।

যুদ্ধবিধ্বস্ত দেশটিতে একটি যুদ্ধবিরতি চলছে যা জুনের শুরুতে শেষ হতে চলেছে। জাতিসংঘের কর্মকর্তারা, যারা যুদ্ধবিরতিতে সহায়তা করেছিল, তারা বলেছে যে তারা আশা করছে এর সময় বাড়ানো যেতে পারে।

এই যুদ্ধবিরতি হল ২০১৪ সালে শুরু হওয়া ইয়েমেনের গৃহযুদ্ধের ছয় বছরের মধ্যে প্রথম দেশব্যাপী যুদ্ধবিরতি৷ সেই বছর, ইরান-সমর্থিত হুথিরা রাজধানী সানা দখল করে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে নির্বাসনে যেতে বাধ্য করে৷ সরকারকে ক্ষমতায় পুনরুদ্ধার করার চেষ্টায় সৌদি নেতৃত্বাধীন জোট ২০১৫ সালের প্রথম দিকে যুদ্ধ শুরু করে।

XS
SM
MD
LG