অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামে শিক্ষার্থীকে মারধরের অভিযোগের মামলায় শিক্ষক গ্রেপ্তার


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে করা মামলায় রবিবার (২২ মে) এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার শিক্ষকের নাম মো. সাইফ হোসেন (২৬)।

জানা গেছে, রবিবার উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে দশম শ্রেণির শিক্ষার্থী সাইদুল হককে (১৫) শিক্ষক সাইফ হোসেন বেত দিয়ে বেধড়ক মারধর করেন। এতে আহত শিক্ষার্থী সাইদুল উপজেলা হাসপাতালে চিকিৎসা নেয়।

এ ঘটনা জানাজানি হলে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ করে সাইদুলের সহপাঠীরা। এ সময় তারা বিদ্যালয়ের সামনে কানুনগোপাড়া ডিসি সড়কে অবস্থান নেয়। পরে পুলিশ বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ঘরে ফিরে যায়।

বিকেলে অভিযুক্ত শিক্ষক মো. সাইফ হোসেনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা করেন আহত শিক্ষার্থীর বাবা আবদুল বারেক। এই মামলার পর শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফররুখ আহমদ মিনহাজ জানান, অভিযুক্ত শিক্ষক সাইফ হোসেনের বিরুদ্ধে ২০১৩ সালের শিশু আইনে মামলা করেছেন শিক্ষার্থীর বাবা। মামলা হওয়ায় শিক্ষক সাইফকে গ্রেপ্তার করা হয়েছে।

শিক্ষক সাইফ জামালপুর জেলার মেসকা ইউনিয়নের পূর্ব কলতাপাড়ার ৮ নম্বর ওয়ার্ডের মো. গোলাম রব্বানীর ছেলে। তিনি বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী সালাম মার্কেটে ভাড়া থাকেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল আবেদীন নাজিম বলেন, “শিক্ষার্থীকে মারধরের ঘটনায় খন্ডকালীন শিক্ষক সাইফ হোসেনকে বহিস্কার করা হয়েছে”।

XS
SM
MD
LG