পোল্যান্ডের প্রেসিডেন্ট রবিবার ইউক্রেনের সংসদে বক্তব্য রাখেন।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে, আন্দ্রে দুদা প্রথম কোন বিদেশী রাষ্ট্রপ্রধান যিনি ইউক্রেনের ভেরখোভনা রাদা-তে বক্তব্য রাখলেন। পোল্যান্ড ইউক্রেনের ২০ লক্ষেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে।
ইউক্রেনের প্রধান আলোচক শনিবার বলেন যে কোন যুদ্ধবিরতি হবে না এবং রাশিয়াকে কোন ছাড় দেওয়া হবে না। এদিকে, রাশিয়া লুহানস্ক-এ তাদের আক্রমণের মাত্রা বৃদ্ধি করেছে। ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনব্যাস অঞ্চলের দুইটি প্রদেশের একটি হল লুহানস্ক।
রয়টার্স জানায় যে, ডনব্যাসের ঐ দুই প্রদেশে অবস্থিত ইউক্রেনীয় বাহিনী ফেসবুকের মাধ্যমে জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ডনেটস্ক-এ অন্তত সাতজন নিহত হয়েছেন, যখন রাশিয়া তাদের বিমান, কামান, ট্যাংক, রকেট, মর্টার এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বেসামরিক কাঠামো এবং আবাসিক এলাকায় আঘাত হানে।
ইউক্রেনীয়রা জানায় যে তারা নয়টি আক্রমণ প্রতিহত করেছে। এই সময়ে পাঁচটি ট্যাংক এবং ১০টি সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে বলে, ফেসবুকের ঐ পোস্ট থেকে জানা যায়।
অপরদিকে, শনিবার রাশিয়া প্রায় ১,০০০ জন আমেরিকান নাগরিকের তালিকা প্রকাশ করেছে। তালিকায় থাকা ব্যক্তিদের রাশিয়াতে প্রবেশ স্থায়িভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ঐ ব্যক্তিরা ইউক্রেনকে সমর্থন করার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস রয়েছেন। প্রেসিডেন্টের মন্ত্রীসভার সদস্যরাও তালিকায় রয়েছেন।
শুক্রবার রাতে জেলেন্সকি বলেন যে, রাশিয়ার বিরুদ্ধে বিজয় শেষ পর্যন্ত কূটনৈতিক সমঝোতার মাধ্যমেই আসবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট এও জানান যে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মারিউপোল বন্দরনগরীর অ্যাজভস্টল ইস্পাত কারখানায় কয়েক সপ্তাহ লড়াইয়ের পর, যে সকল যোদ্ধা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন, তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছে ইউক্রেন।