অ্যাকসেসিবিলিটি লিংক

মোজাম্বিক কঠোর সন্ত্রাসবিরোধী আইন অনুমোদন করেছে


ফাইল ফটো – ১২ই জানুয়ারী ২০১৫, মাপুতোতে মোজাম্বিকের সংসদ সদস্যরা। ২০২২ সালের ১৯ মে পার্লামেন্টে একটি নতুন সন্ত্রাস বিরোধী আইন পাস হয় গণমাধ্যমের ওপর কড়াকড়ি আরোপের উদ্দেশ্যে
ফাইল ফটো – ১২ই জানুয়ারী ২০১৫, মাপুতোতে মোজাম্বিকের সংসদ সদস্যরা। ২০২২ সালের ১৯ মে পার্লামেন্টে একটি নতুন সন্ত্রাস বিরোধী আইন পাস হয় গণমাধ্যমের ওপর কড়াকড়ি আরোপের উদ্দেশ্যে

মোজাম্বিকের সংসদ বৃহস্পতিবার একটি কঠোর নতুন সন্ত্রাসবিরোধী আইন অনুমোদন করেছে যা দোষী সাব্যস্ত জিহাদিদের উপর কঠোর কারাদন্ড আরোপ করছে তবে যে কেউ দেশের বিদ্রোহ সম্পর্কে ভুল তথ্য ছড়ালে তার জন্যেও একই সাজা আরোপ করা হবে

"সন্ত্রাসবাদ" সম্পর্কিত অপরাধের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের জন্য ২৪ বছর পর্যন্ত কারাদণ্ডের আহ্বান জানানো এই পদক্ষেপটিব্যাপক সমর্থন পেয়েছে তবে বিরোধীরা আশঙ্কা করছে যে ভুল তথ্যের জন্য যেসব ধারা আরোপ করা হয়েছে তা সংবাদ মাধ্যমকে দমন করার জন্য ব্যবহার করা হতে পারে।

সরকারী মুখপাত্র নাইলেতি মন্ডলেন সংসদকে বলেন,"মোজাম্বিকের উত্তরাঞ্চল সন্ত্রাসী হামলার নিষ্ঠুর, সরাসরি প্রভাবের সম্মুখীন হচ্ছে তিনি বলেন "আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আইনকে শক্তিশালী করতে চাই।"

২০১৭ সালের অক্টোবর মাসে মোজাম্বিকের উত্তরাঞ্চলে জিহাদি অস্থিরতা ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৩হাজার ৯ জন নিহত এবং ৮লক্ষ ২০হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

আফ্রিকার বেশ কয়েকটি দেশ থেকে ৩হাজার ১শএরও বেশি সৈন্য গত বছরের জুলাই মাসে অশান্ত কাবো দেলগাদো প্রদেশে চলে যায় এবং বেশির ভাগ অঞ্চল পুনরায় দখল করে নেয়।

সহিংসতার ফলে মোজাম্বিকের গ্যাস ক্ষেত্রের কাজ বন্ধ করে দেওয়া হয় যার মধ্যে টোটাল এনারজিজের হাজার কোটি ডলারের একটি প্রকল্পও অন্তর্ভুক্ত ছিল।

নতুন আইনটি মোজাম্বিকের সহিংসতা দমনের সর্বসাম্প্রতিক প্রচেষ্টা।

XS
SM
MD
LG