অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধের প্রমাণ ও বিশ্লেষণ করার জন্য যুক্তরাষ্ট্র কার্যক্রম চালু করেছে


ফরাসি ফরেনসিক তদন্তকারীরা, ইউক্রেনের কিয়েভ অঞ্চলের বুচা শহরে একটি গণকবরের পাশে রাশিয়ার যুদ্ধাপরাধের তদন্তকাজ চালাচ্ছেন, ১২ই এপ্রিল,২০২২ ।
ফরাসি ফরেনসিক তদন্তকারীরা, ইউক্রেনের কিয়েভ অঞ্চলের বুচা শহরে একটি গণকবরের পাশে রাশিয়ার যুদ্ধাপরাধের তদন্তকাজ চালাচ্ছেন, ১২ই এপ্রিল,২০২২ ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রক মঙ্গলবার ইউক্রেনে রাশিয়ার দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধ এবং অন্যান্য নৃশংসতার প্রমাণ সংরক্ষণ এবং বিশ্লেষণ করার জন্য একটি নতুন কর্মসূচী চালু করার ঘোষণা করেছে, কারণ ওয়াশিংটন এটা নিশ্চিত করতে চায় যে মস্কো যেন তার কর্মের জন্য দায়বদ্ধ থাকে।

পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, কনফ্লিক্ট অবজারভেটরি নামে প্রোগ্রামটি ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের মুক্ত-উৎস প্রমাণের ডকুমেন্টেশন, যাচাইকরণ এবং প্রচারকে অন্তর্ভুক্ত করবে। কনফ্লিক্ট অবজারভেটরির ওয়েবসাইটের মাধ্যমে রিপোর্ট এবং বিশ্লেষণ দেখা যাবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে সংঘটিত যুদ্ধ রাশিয়ার "বড় যুদ্ধাপরাধ" বলে কঠোর ভাবে অভিহিত করেছেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে বৃহত্তম স্থল যুদ্ধ শুরু করার জন্য মস্কোকে দায়বদ্ধ রাখার তার সংকল্পের উপর জোর দিয়েছেন।

কিয়েভ সরকার আক্রমণের সময় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংসতা ও বর্বরতার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে এবং বলেছে যে তারা ১০,০০০ এরও বেশি সম্ভাব্য যুদ্ধাপরাধ চিহ্নিত করেছে।

রাশিয়া বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করে এবং বলে, প্রমাণ ছাড়াই নৃশংসতার বিষয়টি সাজানো।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রক বলেছে যে নতুন কর্মসূচী প্রাথমিকভাবে ৬০ লক্ষ ডলার বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে, স্যাটেলাইট ইমেজ এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা তথ্য সহ তথ্য বিশ্লেষণ ও সংরক্ষণ করবে, যাতে এটি চলমান এবং ভবিষ্যতের জবাবদিহিতা পদ্ধতিতে ব্যবহার করা যেতে পারে।

বিবৃতিতে বলা হয়েছে, "এই নতুন কনফ্লিক্ট অবজারভেটরি প্রোগ্রামটি রাশিয়ার ভয়ঙ্কর কর্মকাণ্ডের জন্য ভবিষ্যতের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় এবং আন্তর্জাতিক উভয় স্তরে যুক্তরাষ্ট্র সরকারের প্রচেষ্টার একটি পরিসরের অংশ।"

XS
SM
MD
LG