অ্যাকসেসিবিলিটি লিংক

সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার


বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত পেশায় রিকশাচালক। সোমবার (১৬ মে) দুপুরে পৌর এলাকার খঞ্জনদিয়ার মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হুমায়ুন কবির (৪৫) পাবনার চাটমোহর উপজেলার সন্দভার গ্রামের গাজিউর রহমানের ছেলে।

মামলার বরাতে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ খান জানান, ভুক্তভোগী শিশুটির বাবা সিএনজি অটোরিকশাচালক এবং ভাড়া বাড়িতে থাকেন। অভিযুক্ত রিকশাচালক হুমায়ুন কবিরও পাশের বাড়িতে ভাড়া থাকার সুবাদে তার সন্তানের সঙ্গে ভুক্তভোগী শিশুটি খেলাধুলা করত।

ওসি শাহীদ মাহমুদ খান বলেন, “রবিবার (১৫ মে) সন্ধ্যায় শিশুটি বাড়িতে একা খেলা করছিল। হুমায়ুন কবির তাকে ভাত খাওয়ানোর কথা বলে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটি বাড়ি ফিরে এসে বিষয়টি তার মাকে জানালে শিশুকে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর সোমবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়”।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

XS
SM
MD
LG