অ্যাকসেসিবিলিটি লিংক

গিনি জান্তা রাজনৈতিক প্রতিবাদ নিষিদ্ধ করেছে


গিনি জান্তা নেতা কর্নেল মামাডি ডুমবুইয়া, গিনির কোনাক্রিতে একটি ইকোওয়াস প্রতিনিধি দলের সাথে একটি বৈঠক ত্যাগ করেছেন। ১০ সেপ্টেম্বর, ২০২১
গিনি জান্তা নেতা কর্নেল মামাডি ডুমবুইয়া, গিনির কোনাক্রিতে একটি ইকোওয়াস প্রতিনিধি দলের সাথে একটি বৈঠক ত্যাগ করেছেন। ১০ সেপ্টেম্বর, ২০২১

গিনির ক্ষমতাসীন সামরিক জান্তা বেসামরিক শাসন পুনঃস্থাপন করার আগে তিন বছরের অন্তর্বতী সময়ে রাজনৈতিক বিক্ষোভ নিষিদ্ধ করেছে।

শুক্রবার দিনের শেষে দিকে ন্যাশনাল র‌্যালিইং কমিটি ফর ডেভেলপমেন্ট (সিএনআরডি) একটি বিবৃতিতে বলেছে “সামাজিক শান্তি বিঘ্নিত করা বন্ধ করতে এবং এই অন্তরবর্তী সময়সূচির সঠিক বাস্তবায়নের জন্য নির্বাচনী প্রচারাভিযানের সময়ের আগে রাস্তায় সবধরণের বিক্ষোভনিষিদ্ধ করা হয়েছে।"

জান্তা দ্বারা গঠিত কমিটি এবং কর্নেল মামাদি ডুমবুয়ার নেতৃত্বে বলা হয়েছে, " যেসকল রাজনৈতিক ও সামাজিক কর্মী্রা প্রতিবাদ করতে চায় তাঁরা সিএনআরডির সদর দফতরে সমস্ত ধরণের রাজনৈতিক প্রতিবাদ এবং জমায়েত করতে পারবে।”

এতে আরো বলা হয়েছে, এই নির্দেশ মেনে চলতে ব্যর্থ হলে আইনি পদক্ষেপ নেয়া হবে।

কর্নেল ডুমবুয়ার নেতৃত্বে সেনা কর্মকর্তারা গত বছরের সেপ্টেম্বরে ঐ দরিদ্র প্রাক্তন ফরাসি উপনিবেশের নির্বাচিত প্রেসিডেন্ট আলফা কন্ডেকে ক্ষমতাচ্যুত করেছিলেন।

বর্তমানে ৮৪ বছর বয়সী কন্ডে ২০২০ সালে তীব্র বিরোধিতার মুখে একটি নতুন সংবিধান প্রনয়ন করেন যা তাকে তৃতীয়বারের জন্য রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেয়।

গিনি এই মাসের শুরুতে হত্যা, নির্যাতন, অপহরণ, লুটপাট এবং ধর্ষণের জন্য কন্ডে এবং অন্যান্য প্রাক্তন শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে।

গিনির আইনসভা বুধবার বেসামরিক শাসনের প্রত্যাবর্তনের আগে তিন বছরের অন্তর্বর্তী সময় ঘোষণা করেছে । এতে ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস) এর অর্থনৈতিক সম্প্রদায়ের আঞ্চলিক সহযোগিদের মতামত অস্বীকার করা হয়েছে । তারা একটি দ্রুত সময়সূচির আহ্বান জানিয়েছিল।

অভ্যুত্থানের পর পশ্চিম আফ্রিকান ব্লক গিনির সদস্যপদ স্থগিত করে।

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস এই মাসে বুরকিনা ফাসো, গিনি এবং মালির সামরিক জান্তাদের যত তাড়াতাড়ি সম্ভব বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

XS
SM
MD
LG