শ্রীলঙ্কার বিপক্ষে কাল রবিবার (১৫ মে) থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে খেলবেন বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক।
সাকিব গত সপ্তাহে করোনা পজেটিভ হলেও শুক্রবার করোনা টেস্টে তার নেগেটিভ রিপোর্ট আসে।
শুক্রবার সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দিয়েছেন এই অলরাউন্ডার।
শনিবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে মুমিনুল হক বলেন, “আজ সকালে অনুশীলনে স্বতঃস্ফূর্ত ছিলেন সাকিব। আমি মনে করি না তার না খেলার কোনো কারণ আছে। সে খেলবে”।
উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে কাল ১৫ মে চট্টগ্রামে এবং দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩ মে ঢাকায়।
এই সিরিজটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই ইভেন্টে বাংলাদেশ ছয়টি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে।