অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকার কেরানীগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা


বাংলাদেশের রাজধানী ঢাকার কেরানীগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রুবেল (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২ মে) সকাল সাড়ে ১১টার দিকে বন্দ ডাকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার বন্দ ডাকপাড়া এলাকায় সোমবার সকালে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে মডেল থানার পুলিশ তার লাশ উদ্ধার করে সুরাতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদান্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকারীদের আটকের চেষ্টা চালিয়েছে।

এ ব্যাপার কেরানীগঞ্জ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

XS
SM
MD
LG