ইস্তাম্বুলের প্রধান তাকসিম স্কয়ারে যাওয়ার সময়ে ডজন কয়েক প্রতিবাদকারীকে আটক করেছে তুরস্কের পুলিশ। প্রবল মূল্যস্ফীতির কারণে অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে মে দিবসের সমাবেশ করতে যাচ্ছিলেন প্রতিবাদকারীরা।
ইস্তাম্বুলের গভর্নরের দফতর অন্য এক ডিস্ট্রিক্টে মে দিবস উদযাপন অনুষ্ঠানের অনুমতি দিয়েছিল এবং অন্য সকল স্থানে সমাবেশ অননুমোদিত ও বেআইনী বলে ঘোষণা করে।
রয়টার্সের এক সাংবাদিক দাঙ্গা পুলিশকে প্রতিবাদকারীদের সাথে হাতাহাতি করতে ও তাদের হাতকড়া পরাতে দেখেছেন। সেইসব চিত্র দেশীয় সম্প্রচারকরা টেলিভিশনে প্রদর্শন করেছে।
পুলিশ কেন্দ্রীয় বেসিকতাসে ৩০ জনকে এবং সিসলি ডিস্ট্রিক্টে আরও ২২ জনকে আটক করে বলে, ডেমিরোরেন সংবাদ সংস্থা জানিয়েছে।
ইস্তাম্বুলের গভর্নরের দফতর থেকে রবিবার দেওয়া এক বিবৃতিতে বলা হয় যে, “বেআইনী সমাবেশ করার চেষ্টা করায়” শহর জুড়ে ১৬৪ জন প্রতিবাদকারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রয়টার্সের এক জরিপে দেখা যায়, তুরস্কের বার্ষিক মূল্যস্ফীতির হার এপ্রিলে ৬৮%-তে পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তা বেড়ে গিয়েছে। বছরের শেষ নাগাদ তা সামান্য কমে আসবে ।
উচ্চ মূল্যস্ফীতি এবং তার ফলে হওয়া অর্থনৈতিক কষ্টগুলো একাধিক গোষ্ঠীর মে দিবসের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।