অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় আগুনে দগ্ধ মা–বাবার পর মারা গেল শিশু সন্তান


বাংলাদেশের রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় আগুনে দগ্ধ মা–বাবার পর মেয়েও মারা গেছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুই বছর বয়সী মেয়ে। মারা যাওয়া মেয়ের নাম ফাতেমা।

এর আগে সোমবার চিকিৎসাধীন অবস্থায় দুই ঘণ্টার ব্যবধানে মারা যান ফাতেমার মা জেয়াসমিন আক্তার (২৫) এবং বাবা আবদুল করিম (৩০)। আগুনে আবদুল করিমের শরীরের ৫৪ শতাংশ ও তার স্ত্রী জেয়াসমিনের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, “ফাতেমা শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন সকাল ৭টার দিকে মারা গেছে”।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন বলেন, “ফাতেমার মা খাদিজার ৯৫ শতাংশ এবং বাবা করিমের ৫৪ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল”।

আবদুল করিমের ভাই কামাল হোসেন জানান, ২০ এপ্রিল সাহরি করার সময় বিস্ফোরণ ঘটে। আগুনে শিশুসন্তানসহ জেয়াসমিন ও করিম দগ্ধ হন। পরে তিনজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

XS
SM
MD
LG