অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপীয় ইউনিয়ন ও ভারত পারস্পরিক সম্পর্ক বাড়াতে একমত হয়েছে


ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো কর্তৃক প্রদত্ত এই ছবিতে, ইইউ কমিশন প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লেয়েন (বামে) এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নয়াদিল্লীতে তাদের বৈঠকের সময়ে আলাপ করতে দেখা যাচ্ছে, ২৫ এপ্রিল ২০২২।
ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো কর্তৃক প্রদত্ত এই ছবিতে, ইইউ কমিশন প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লেয়েন (বামে) এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নয়াদিল্লীতে তাদের বৈঠকের সময়ে আলাপ করতে দেখা যাচ্ছে, ২৫ এপ্রিল ২০২২।

সহযোগিতা বৃদ্ধি করতে একটি বাণিজ্য ও প্রযুক্তি পরিষদ গঠনের বিষয়ে সোমবার একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ভারত। ইইউ প্রধান নয়াদিল্লীতে ভারতের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। ইউক্রেন যুদ্ধের পর থেকে নয়াদিল্লীতে একাধিক বিশ্বনেতা সফর করেছেন।

ভারতের রাজধানীতে দুইদিনের সফর করছেন ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লেয়েন। ইউক্রেনে আক্রমণের পর রাশিয়ার সাথে সম্পর্ক হ্রাস করতে নয়াদিল্লীকে উৎসাহ দিতে, পশ্চিমা প্রচেষ্টার অংশ এই সফর। রাশিয়া ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ।

রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে প্রকাশ্যে নিন্দা জানানো থেকে বিরত থেকেছে ভারত। তবে, অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে তারা। ইউক্রেনে নিজেদের কর্মকাণ্ডকে মস্কো একটি “বিশেষ সামরিক অভিযান” হিসেবে ব্যাখ্যা করে থাকে।

সোমবার ভারতের সাথে স্বাক্ষরিত চুক্তিটির মত প্রযুক্তিগত চুক্তি, ইইউ-র একমাত্র যুক্তরাষ্ট্রের সাথেই রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে আরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমার মনে হয় এই সম্পর্কটি অন্য যে কোন সময়ের চাইতে এখন বেশি গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, “আমাদের মধ্যে অনেক অভিন্ন জিনিস রয়েছে তবে একই সাথে আমরা একটি চ্যালেঞ্জিং রাজনৈতিক প্রেক্ষাপটেরও সম্মুখীন হয়েছি।”

তিনি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং বাণিজ্যকে সহযোগিতার প্রধান ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছেন।

XS
SM
MD
LG