অ্যাকসেসিবিলিটি লিংক

পূর্ব ইউক্রেনে আটক পর্যবেক্ষকদের মুক্তির জন্য চেষ্টা করা হচ্ছে—বলেছে ওএসসিই


ফাইল ছবি: ওএসসিই মিশনের একটি গাড়িবহর পূর্ব ইউক্রেনের উসপেনকা চেকপয়েন্টের কাছে রাশিয়াপন্থী জঙ্গি, স্বঘোষিত দনেৎস্ক পিপলস রিপাবলিক দ্বারা নিয়ন্ত্রিত অঞ্চল ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। ১ মার্চ ২০২২।
ফাইল ছবি: ওএসসিই মিশনের একটি গাড়িবহর পূর্ব ইউক্রেনের উসপেনকা চেকপয়েন্টের কাছে রাশিয়াপন্থী জঙ্গি, স্বঘোষিত দনেৎস্ক পিপলস রিপাবলিক দ্বারা নিয়ন্ত্রিত অঞ্চল ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। ১ মার্চ ২০২২।

ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা ওএসসিই শনিবার (২৩ এপ্রিল) বলেছে যে, তারা পূর্ব ইউক্রেনে আটক হওয়া বিশেষ মনিটরিং মিশন (এসএমএম) সদস্যদের মুক্তির জন্য কাজ করছে।

“ওএসসিই অত্যন্ত উদ্বিগ্ন। এসএমএম জাতীয় মিশনের বেশ কিছু সদস্য দনেৎস্ক ও লুহানস্কে আটকে আছেন। ওএসসিই তার কর্মীদের মুক্তির জন্য সমস্ত উপলব্ধ উপায় ব্যবহার করছে”, সংস্থাটির মিডিয়া অফিস এক প্রশ্নের জবাবে বলেছে। যদিও তারা এ ব্যাপারে কোনো বিশদ বিবরণ দেয়নি।

শুক্রবার ১৫৭ সদস্যের সংস্থার উদ্দেশে এক ভাষণে, ভিয়েনাভিত্তিক ওএসসিইতে ব্রিটেনের উপ-রাষ্ট্রদূত ইউক্রেনে এসএমএমের মিশন মার্চের পরে বাড়াতে রাশিয়ার অস্বীকৃতির নিন্দা জানান।

“এবং আমরা উদ্বেগজনক প্রতিবেদন পেয়েছি যে, দনবাসে রাশিয়ার প্রতিনিধিরা মিশনের কর্মী, সরঞ্জাম ও প্রাঙ্গণকে হুমকির মুখে ফেলেছে এবং রুশ বাহিনী এসএমএম কর্মীদের বন্দী করেছে”, ডেইড্রে ব্রাউন তার ভাষণে বলেন। ব্রিটিশ সরকার ভাষণটি প্রকাশ করে।

ওএসসিই মার্চে বলেছে যে, তারা ইউক্রেন থেকে আন্তর্জাতিক মিশনের প্রায় ৫০০ সদস্যকে সরিয়ে নিয়েছে।

ওএসসিইর বার্তা বিভাগ শনিবার বলেছে, ১ এপ্রিল থেকে এসএমএম ইউক্রেনজুড়ে মিশন সদস্য এবং সম্পদের নিরাপত্তা রক্ষা করতে প্রশাসনিক ভূমিকা পালন করছে। এর মধ্যে সরকারের নিয়ন্ত্রণে নেই এমন এলাকাগুলোও রয়েছে।

এসএমএম ইউক্রেনের অবশিষ্ট আঞ্চলিক কর্মীদের নিরাপদ এলাকায় স্থানান্তর করতে সহায়তা করছে।

“আঞ্চলিক মিশনের সদস্যদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ করা হয়, যাতে তাদের অবস্থান নিশ্চিত করা যায় এবং যদি তারা অন্য কোথাও যেতে চায়, যাতে তাদের যথাসম্ভব সাহায্য করা যায়”, এতে যোগ করা হয়েছে।

XS
SM
MD
LG