অ্যাকসেসিবিলিটি লিংক

২০১৯ এর পর আবার হোয়াইট হাউজে ফিরে এলো ইস্টার এগ রোল

বৃষ্টিতে দমে না গিয়ে, প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী, জিল, সোমবার হোয়াইট হাউজ ইস্টার এগ রোল অনুষ্ঠানটির উদ্বোধন করেন। করোনাভাইরাস মহামারী আরম্ভের পর থেকে এবারই প্রথম এই অনুষ্ঠানটি আয়োজিত হল। দিনব্যাপী অনুষ্ঠানে প্রায় ৩০,০০০ শিশু অংশগ্রহণ করে।

সাউথ লন এ দাঁড়িয়ে উদ্বোধনী বক্তব্যে বাইডেন বলেন, “আমার দায়িত্ব হল আগামী দুই মিনিট বৃষ্টি নামা আটকে রাখা।”

ফার্স্ট লেডি সাউথ লনকে একটি স্কুল কমিউনিটিতে রূপ দেন, যেখানে অনেক ধরণের শিক্ষা স্টেশন ছিল। পেশায় তিনি একজন কমিউনিটি কলেজের অধ্যাপক। সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “এবারের ইস্টার এগ রোল অনুষ্ঠানে আমরা শিক্ষার দৃপ্ত চেতনাকে সম্মানিত করতে চেয়েছি।”

এগ রোল ও এগ হান্ট ছাড়াও, অনুষ্ঠানটিতে একটি স্কুলহাউজ অ্যাক্টিভিটি এরিয়া, বই পড়ার ছোট্ট একটি কোণা, একটি ট্যালেন্ট শো, কৃষিকাজ শেখানোর একটি জায়গা, ফটো তোলার একটি জায়গা, অবস্ট্যাকল কোর্স সহ একটি শারীরিক শিক্ষার জায়গা, এবং একটি “ক্যাফেটোরিয়াম” ছিল, যেখানে শিশুদের রান্না শেখানো হয়।

কোভিড-১৯ মহামারীর কারণে ২০২০ ও ২০২১ সালের হোয়াইট হাউজ ইস্টার এগ রোল অনুষ্ঠান বাতিল করা হয়। তবে, করোনা সংক্রমণ, হাসপাতালে ভর্তি ও মৃত্যু কমে আসায়, এবছর ইভেন্টটি আবারও অনুষ্ঠিত হয়েছে।

হোয়াইট হাইজ ইস্টার এগ রোলের প্রচলন শুরু হয়ে ১৮৭৮ সাল থেকে।

XS
SM
MD
LG