অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়া “ক্ষীণবুদ্ধির” বাইডেনকে নিন্দা করেছে


দক্ষিণ কোরিয়ার সিউলের একটি রেলস্টেশনে একজন ব্যক্তি টেলিভিশনের পর্দায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের একটি ছবিসহ উত্তর কোরিয়ার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) সম্পর্কে প্রতিবেদন দেখছেন। ২৫ মার্চ ২০২২। ফাইল ছবি।
দক্ষিণ কোরিয়ার সিউলের একটি রেলস্টেশনে একজন ব্যক্তি টেলিভিশনের পর্দায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের একটি ছবিসহ উত্তর কোরিয়ার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) সম্পর্কে প্রতিবেদন দেখছেন। ২৫ মার্চ ২০২২। ফাইল ছবি।

ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনার পর উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্পর্কে ব্যক্তিগত আক্রমণ করেছে এবং “বৃদ্ধ বয়সের ভিমরতি” বলে মন্তব্য করেছে।

জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে “একজন যুদ্ধাপরাধী” বলে অভিহিত করলে এবং ইউক্রেনের বুচায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কথিত নৃশংসতার অভিযোগে তাকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানানোর পরে এই নেতিবাচক মন্তব্য প্রকাশ করে উত্তর কোরিয়া।

“সর্বশেষ ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রধান নির্বাহী ভিত্তিহীন তথ্য দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট সম্পর্কে খারাপ কথা বলেছেন”, শনিবার সরকারি কেসিএনএ সংবাদ সংস্থার একটি ভাষ্য বলেছে।

“এই ধরনের বেপরোয়া মন্তব্য শুধুমাত্র আমেরিকানরাই করতে পারে। তারাই এই ধরনের আগ্রাসন ও চক্রান্ত-প্রজননে স্বিদ্ধহস্ত”, এতে আরও যোগ করা হয়েছে।

ভাষ্যটি বাইডেনকে “বারবার বেফাস মন্তব্যের জন্য পরিচিত প্রেসিডেন্ট” হিসেবে বর্ণনা করেছে, তবে সরাসরি তার নাম উল্লেখ করেনি।

“এর থেকে ধারণা করা যায়, তার বুদ্ধিবৃত্তিক জায়গায় সমস্যা রয়েছে এবং তার বেপরোয়া মন্তব্যগুলো একজন বৃদ্ধ ব্যক্তির অবজ্ঞাসূচক চরিত্রের প্রদর্শন মাত্র”, শনিবার সন্ধ্যায় প্রকাশিত ভাষ্যটিতে বলা হয়েছে।

বেইজিংয়ের পাশাপাশি, উত্তর কোরিয়ার গুটিকয়েক আন্তর্জাতিক মিত্রদের মধ্যে রাশিয়া একটি এবং এর আগেও রাশিয়া উত্তর কোরিয়ার সরকারকে সহায়তা করেছে।

মস্কো দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর বিরুদ্ধে তার অবস্থান অব্যহত রেখেছে। এমনকি মানবিক কারণ দেখিয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেয়ারও আবেদন করেছে।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে পিয়ংইয়ং মস্কোর পক্ষে রয়েছে এবং যুক্তরাষ্ট্রকে এই সংকটের “মূল কারণ” হিসেবে অভিযুক্ত করেছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বিদেশি নেতাদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের দীর্ঘ ইতিহাস রয়েছে।

বাইডেন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার আগে, রাষ্ট্রীয় গণমাধ্যমটি তাকে “একটি পাগল কুকুর” বলে অভিহিত করেছিল যাকে “লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলতে হবে”।

XS
SM
MD
LG