রবিবার গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসরে বহুধারার সঙ্গীতশিল্পী জন ব্যাটিস্ট এই বছরের সেরা অ্যালবামের পুরষ্কার জিতেছেন। আর অ্যান্ড বি সঙ্গীতের যুগল সিল্ক সনিকও শীর্ষ দুইটি পুরষ্কার পেয়েছেন। এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসে চমক হিসেবে এসেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির পক্ষ থেকে তার দেশকে সমর্থনের আবেদন।
“দ্য লেট নাইট শো উইথ স্টিভেন কোলবেয়ার” অনুষ্ঠানটির ব্যান্ড প্রধান ব্যাটিস্ট সব মিলিয়ে পাঁচটি পুরষ্কার জিতে নেন। সেগুলোর মধ্যে ছিল গ্র্যামি সন্ধ্যার সবচেয়ে বড় পুরস্কারটিও। ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি করা জ্যাজ অ্যালবাম “উই আর”-এর জন্য পুরষ্কার দেওয়া হয় তাকে।
ব্যাটিস্টের অন্যান্য পুরষ্কারের মধ্যে রয়েছে “ফ্রিডম”-এর জন্য সেরা মিউজিক ভিডিও। নিউ অরলিন্সকে উৎসর্গ করে বানানো প্রাণবন্ত রঙিন একটি মিউজিক ভিডিও “ফ্রিডম”। এছাড়াও, পিক্সার-এর অ্যানিমেশন চলচ্চিত্র “সোল” এর জন্য সঙ্গীত রচনা ও আয়োজন করার জন্যও একটি পুরষ্কার পান তিনি।
ব্রুনো মার্স ও অ্যান্ডারসন .পাক-এর সিল্ক সনিক বছরের সেরা গান ও সেরা রেকর্ড-এর পুরষ্কার দুইটি পান। ১৯৭০ দশকের অনুপ্রেরণায় তৈরি গান “লিভ দ্য ডোর ওপেন”-এর জন্য তাদের পুরষ্কার দেওয়া হয়। মঞ্চে উঠে আসার আগে এই শিল্পী যুগল তাদের আসন থেকে উঠে ধীর পায়ে নাচতে থাকেন।
“সাওয়ার” অ্যালবামের “ড্রাইভারস লাইসেন্স” গানটির ১৯ বছর বয়সী শিল্পী অলিভিয়া রডরিগো সেরা শিল্পীর পুরষ্কারসহ মোট তিনটি পুরষ্কার জিতে নেন।
আসরটির মাঝখানে, সঞ্চালক ট্রেভর নোয়া জেলেন্সকির একটি ভিডিও বার্তা উপস্থাপন করেন। বার্তাটিতে জেলেন্সকি সঙ্গীতের আনন্দের বিপরীতে এক মাস আগে তার দেশে রাশিয়ার আক্রমণের ফলে সেখানে সংঘটিত ধ্বংসযজ্ঞটির তুলনা করেন।
একটি সবুজ টি-শার্ট পরিহিত জেলেন্সকি ভাঙা গলায় বলেন, “সঙ্গীতের সবচেয়ে বিপরীত জিনিসটি কি? বিধ্বস্ত শহরের নিস্তব্ধতা ও মৃত মানুষ।”
তিনি বলেন, “নিস্তব্ধতাকে আপনাদের সঙ্গীত দিয়ে পূরণ করুন। আপনাদের পক্ষে যেভাবে সম্ভব সেভাবেই আমাদের সমর্থন করুন। যে কোনভাবে, তবে চুপ থেকে নয়।”