অ্যাকসেসিবিলিটি লিংক

মাঝ আকাশে দক্ষিণ কোরিয়ার প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ; ২জন নিহত


উত্তর কোরিয়ার মানচিত্র
উত্তর কোরিয়ার মানচিত্র

শুক্রবার প্রশিক্ষণ অনুশীলনের সময় দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর দুটি বিমানের মধ্যে সংঘর্ষ ঘটে। বিরল এ ঘটনায় তিনজন পাইলট নিহত ও চতুর্থ একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদ সংস্থা ইয়োনহোপ দমকল কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ৩০ জনেরও বেশি দমকলকর্মী ও উদ্ধারকারী দুর্ঘটনাস্থলে সন্ধান কাজ শুরু করেছে।

দুপুর ১টা ৩৭ মিনিটে (০৪৩৭ জিএমটি/আন্তর্জাতিক সময় ০৪:৩৭) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সাচিওনে কেটি-১ বিমানের ঘাঁটি থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণে দুর্ঘটনাটি ঘটে বলে বিমান বাহিনী জানিয়েছে।

“জরুরিভাবে পালানোর চেষ্টা সত্ত্বেও তিনজন পাইলট মারা গেছে ও একজন নিখোঁজ রয়েছে” বলে এক বিবৃতিতে বিমান বাহিনী জানায়। দুর্ঘটনা এবং ক্ষয়ক্ষতির কারণ নির্ধারণের জন্য তারা একটি টিম গঠন করেছে।

কেটি-১ হলো একটি একক ইঞ্জিন বিশিষ্ট প্রাথমিক প্রশিক্ষক ও হালকা আক্রমণ বিমান যা যৌথভাবে রাষ্ট্রচালিত প্রতিরক্ষা উন্নয়ন সংস্থা ও কোরিয়া এরোস্পেস ইন্ডাস্ট্রিজ নামের একটি ঠিকাদার কোম্পানি দ্বারা নির্মিত।

XS
SM
MD
LG