অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের মহাকাশচারী রাশিয়ান ক্যাপসুলে চড়ে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন


ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস) ক্রু সদস্য নাসা মহাকাশচারী মার্ক ভান্দে হেই কাজাখাস্তানের জেজকাজগানের বাইরে একটি প্রত্যন্ত অঞ্চলে সোয়ুজ এমএস-১৯ স্পেস ক্যাপসুলে অবতরণের পরে বিশ্রাম নিচ্ছেন। ৩০ মার্চ, ২০২২।
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস) ক্রু সদস্য নাসা মহাকাশচারী মার্ক ভান্দে হেই কাজাখাস্তানের জেজকাজগানের বাইরে একটি প্রত্যন্ত অঞ্চলে সোয়ুজ এমএস-১৯ স্পেস ক্যাপসুলে অবতরণের পরে বিশ্রাম নিচ্ছেন। ৩০ মার্চ, ২০২২।

যুক্তরাষ্ট্রের একজন মহাকাশচারী প্রায় এক বছর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করার পরে রাশিয়ান সয়ুজ মহাকাশযানে চড়ে বুধবার পৃথিবীতে ফিরে এসেছেন। বর্তমানে রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণে এ দুই মহাকাশ জায়ান্টের মধ্যকার সম্পর্কে অবনতি হয়েছে।

নাসা মহাকাশচারী মার্ক ভান্দে হেই এবং রাশিয়ান মহাকাশচারী আন্তন শকাপলরভ ও পাইটর ডুব্রোভকে বহনকারী ক্যাপসুলটি আইএসএস থেকে আনডক করার কয়েক ঘণ্টা পরে মধ্য কাজাখাস্তানের তুষারাচ্ছাদিত প্রান্তরে প্যারাস্যুটের সহায়তায় অবতরণ সম্পন্ন করেছে।

মহাকাশে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সময় অবস্থানের রেকর্ড গড়েছেন ভান্দে হেই।তিনি ৩৫৫ দিন মহাকাশে ছিলেন। এর আগে এই রেকর্ডটি ছিল স্কট কেলির যিনি ২০১৬ সালে ৩৪০ দিন মহাকাশে ছিলেন।

নাসা বলেছে যে, দুই দেশ আইএসএস-এ সহযোগিতা অব্যাহত রেখেছে। যদিও ইউক্রেন আক্রমণের পরপরই রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রি রোজগিন বেশ কয়েকটি ক্ষুব্ধ টুইট করেছিলেন। তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, রাশিয়া আইএসএস পরিত্যাগ করতে পারে এবং এটিকে পৃথিবীতে ফিরে যেতে দিতে পারে। তিনি রাশিয়ান মহাকাশচারীদের ভান্দে হেইকে আইএসএস-এ পরিত্যাগ করার একটি ভিডিও শেয়ার করেছিলেন।

রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে মস্কো এবং মহাকাশ ভ্রমণে অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সহযোগিতার অন্যান্য ক্ষেত্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার রকেটের ওপর নির্ভরশীল হওয়ায় ইউরোপীয় মহাকাশ সংস্থা মঙ্গল গ্রহে একটি মনুষ্যবিহীন মিশন স্থগিত করেছে। ব্রিটেনভিত্তিক স্যাটেলাইট কোম্পানি ওয়ান ওয়েব তাদের একাধিক উৎক্ষেপন বাতিল করেছে কারণ তারা রাশিয়ার তৈরি রকেটের ওপর নির্ভরশীল ছিল। এর কিছু অংশ তারা যুক্তরাষ্ট্র ভিত্তিক স্পেসএক্সে স্থানান্তরিত করেছে।

[ এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স ও এএফপি থেকে নেয়া হয়েছে ]।

XS
SM
MD
LG