অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ান যাত্রীবাহী ট্রেনে সন্দেহভাজন দস্যুদের হামলা


আবুজায় সদ্য সমাপ্ত আবুজা-কাদুনা রেললাইনের একটি ট্রেনের পাশ দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন । ২১ জুলাই, ২০১৬
আবুজায় সদ্য সমাপ্ত আবুজা-কাদুনা রেললাইনের একটি ট্রেনের পাশ দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন । ২১ জুলাই, ২০১৬

সোমবার সন্ধ্যায় নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে উত্তর নাইজেরিয়ান শহর কাদুনাগামী একটি যাত্রীবাহী ট্রেন অবরোধ করে হামলা চালিয়েছে সন্দেহভাজন দস্যুরা। কাদুনা রাজ্য সরকার এ সংবাদ জানায়।

ট্রেনটির একজন যাত্রী আনাস ইরো দানমুসা ফেসবুকে লেখেন যে, দস্যুদের পুঁতে রাখা বিস্ফোরকের কারণে ট্রেনটি থেমে যায়। তিনি বলেন, দস্যুরা জোর করে ট্রেনের ভেতর ঢোকার চেষ্টা করছিল আর ট্রেনের বাইরে গুলি চালানো হচ্ছিল।

হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি এবং হতাহতের কোনো ঘটনা নিশ্চিত করা হয়নি।

কাদুনা রাজ্য সরকারের একজন প্রতিনিধি বলেছেন, “সন্ত্রাসীদের আটকে রাখা আবুজা থেকে কাদুনাগামী ট্রেনটিকে সেনাবাহিনী বিপদমুক্ত করেছে।“ তিনি আরও জানান, “ওই এলাকা থেকে যাত্রীদের সরানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং অন্যান্য আহতদের জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ইসলামপন্থী বিদ্রোহের মুখোমুখি নাইজেরিয়ায় অক্টোবরের পর থেকে সশস্ত্র দস্যুদের এটি দ্বিতীয় ট্রেন হামলা, যেখানে শত শত শিক্ষার্থী,যাত্রী এবং গ্রামবাসীকে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়েছে, ফলে জনগণ আতংকগ্রস্ত।

নাইজেরিয়ার মহাসড়কগুলোতে বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমে সশস্ত্র দস্যুদের বেশ কয়েকটি অপহরণের পরে অনেকেই রেলপথে ভ্রমণকে প্রাধান্য দিচ্ছেন।

নাইজেরিয়ান রেলওয়ে কর্পোরেশন (এনআরসি)-র একজন কর্মকর্তা জানান, আক্রমণের সময় ট্রেনটিকে কাদুনা থেকে ২৫ কিলোমিটার দূরে থামানো হয়েছিল। তিনি আরও বলেন, তার একজন আত্নীয়ও কাদুনাগামী ট্রেনটিতে আটকা পড়েছিলেন।

XS
SM
MD
LG