অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে মেয়েদের স্কুলে যাবার অনুমতি দিতে তালিবানকে অনুরোধ জানালো নিরাপত্তা পরিষদ


প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী কাবুলের একটি স্কুলে ক্লাস করছে। ২৬ অক্টোবর, ২০২১। (ফাইল ফটো)
প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী কাবুলের একটি স্কুলে ক্লাস করছে। ২৬ অক্টোবর, ২০২১। (ফাইল ফটো)

মেয়েদেরকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষা থেকে বঞ্চিত করা সংক্রান্ত তালিবান শাসকদের সিদ্ধান্তটির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শাসকগোষ্ঠীটিকে অনতিবিলম্বে মেয়েদের জন্য বিদ্যালয়গুলো উন্মুক্ত করে দেওয়ার আহ্বানও জানিয়েছে নিরাপত্তা পরিষদ।

জাতিসংঘ রবিবার এক বিবৃতিতে বলেছে, “নিরাপত্তা পরিষদের সদস্যবৃন্দ … মেয়েসহ সব আফগানের শিক্ষার অধিকারের প্রতি পুনরায় সমর্থন প্রকাশ করেছে”।

মেয়েদের জন্য উচ্চ বিদ্যালয়গুলো উন্মুক্ত রাখার নিজেদের ঘোষণাটি থেকে গত সপ্তাহে তালিবান পিছু হটে যায়। তারা জানায় যে, সেগুলো ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত না ইসলামী আইন অনুযায়ী সেগুলো পুনরায় খোলার একটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে দোহাতে তালিবানের সাথে নির্ধারিত বৈঠকগুলো যুক্তরাষ্ট্র অকস্মাৎ বাতিল করে দেয়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা শুক্রবার বলেন যে, মেয়েদের শিক্ষা বিষয়ে তালিবানের নেওয়া সিদ্ধান্তটির কারণে এমনটি করা হয়েছে।

আফগানিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিষয়টি সংশ্লিষ্ট অংশীদারদের সাথে আলোচনায় নিযুক্ত হতে এবং সেটির অগ্রগতি সম্পর্কে অবহিত করতে, আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি, ডেবোরাহ লিয়ন্সকে অনুরোধ করেছে নিরাপত্তা পরিষদ।

XS
SM
MD
LG