অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপাইনে অগ্ন্যুৎপাতের ফলে ঘর ছেড়ে পালিয়েছে হাজার হাজার মানুষ


ফিলিপাইনের ম্যানিলার দক্ষিণে অবস্থিত বাতানগাস প্রদেশের বালেতে থেকে তাল আগ্নেয়গিরিটিকে সাদা রঙের বাষ্প ও ভস্ম উদগীরণ করতে দেখা যাচ্ছে, ২৬ মার্চ ২০২২, ছবি- এপি
ফিলিপাইনের ম্যানিলার দক্ষিণে অবস্থিত বাতানগাস প্রদেশের বালেতে থেকে তাল আগ্নেয়গিরিটিকে সাদা রঙের বাষ্প ও ভস্ম উদগীরণ করতে দেখা যাচ্ছে, ২৬ মার্চ ২০২২, ছবি- এপি

ফিলিপাইনের একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর সেটির আশপাশ থেকে হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অগ্ন্যুৎপাতটির ফলে আকাশে শত শত মিটার উপর পর্যন্ত ছাই ও বাষ্প ছড়িয়ে পড়েছে।

ম্যানিলার দক্ষিণে একটি হ্রদের মাঝে অবস্থিত তাল নামক আগ্নেয়গিরিটি সকাল ৭:২২ মিনিটে (২৩২২ গ্রীনিচ মান সময়) একটি “ক্ষণস্থায়ী” বিস্ফোরণের মধ্য দিয়ে ফেটে পড়ে বলে, ফিলিপাইন ইন্সটিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি এক বিবৃতিতে জানিয়েছে।

সংস্থাটি সতর্ক করেছে যে, আরও অগ্ন্যুৎপাতের সম্ভাবনা রয়েছে। তারা আরও জানায় যে, তেমনটি হলে ভয়ানকভাবে দ্রুতগতিতে গ্যাস, ছাই ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়তে পারে এবং একটি সুনামিও হতে পারে।

সিসমোলজিকাল সংস্থাটি লেকটির আশেপাশের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের স্থান ত্যাগ করার বিষয়ে “জোরালোভাবে” সুপারিশ করেছে। সংস্থাটি সতর্কতা সংকেতের মাত্রাটি দুই থেকে তিন-এ উন্নীত করেছে।

আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা পরিষেবার মুখপাত্র, কেলভিন জন রেয়েস এএফপিকে বলেন যে, পাঁচটি গ্রামের বাসিন্দাদের নিজেদের বাসস্থান ত্যাগ করে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাপ্ত সর্বসাম্প্রতিক সরকারী তথ্য অনুযায়ী, সেইসব এলাকায় ১২,০০০ এরও বেশি মানুষ বসবাস করেন।

অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মানুষের প্রবেশ রোধ করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আগ্নেয়গিরির দ্বীপটিতে ২০২০ সালের জানুয়ারি মাস থেকেই প্রবেশাধিকার বন্ধ রয়েছে। সেখানে এক সময় হাজার হাজার মানুষের বসবাস ছিল।

২০২০ সালের সেই সময়ে একটি অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়গিরির ভস্ম আকাশে ১৫ কিলোমিটার উঁচু পর্যন্ত উঠে গিয়েছিল এবং গনগনে লাল লাভা নির্গত হচ্ছিল। অগ্ন্যুৎপাতটির ফলে অনেক বাড়িঘর সেটির নিচে চাপা পড়ে, গবাদিপশু মারা যায় এবং হাজার হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে চলে যেতে হয়েছিল।

গত বছরের জুলাই মাসে, তাল আগ্নেয়গিরিটি আবারও সক্রিয় হয়ে উঠলে, ফিলিপাইনের ভূমিকম্প বিষয়ক সংস্থাটি সতর্কতা সংকেতের মাত্রা তিন এ উন্নীত করেছিল।

পরবর্তীতে সতর্কতা সংকেত দুই এ নামিয়ে আনা হলেও, শনিবারের অগ্ন্যুৎপাতটির পর সেটিকে আবারও তিন এ উন্নীত করা হয়েছে।

XS
SM
MD
LG