অ্যাকসেসিবিলিটি লিংক

রুবলে গ্যাসের মুল্য পরিশোধে পুতিনের দাবি প্রত্যাখ্যান করেছেন ম্যাক্রোঁ



ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলনের পরে এক সংবাদ সম্মেলনে কথা বলছেন। ২৫ মার্চ ২০২২
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলনের পরে এক সংবাদ সম্মেলনে কথা বলছেন। ২৫ মার্চ ২০২২

ব্রাসেলস—ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার (২৫ মার্চ) ইউরোপকে রুবলে গ্যাসের মুল্য পরিশোধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি প্রত্যাখ্যান করেছেন। এ সময় তিনি মস্কোর বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধের জন্য আরোপিত নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা চালানোর অভিযোগ করেছেন।

ম্যাক্রোঁ ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলনের পর সাংবাদিকদের বলেন, রাশিয়ান পদক্ষেপটি “আমাদের প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং আমি এটি প্রয়োগ করার কোনো কারণ দেখতে পাচ্ছি না”।

মস্কো যখন ইউক্রেনে আক্রমণের জন্য পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞার মুখে তার অর্থনীতিকে এগিয়ে নিতে সংগ্রাম করছে, ঠিক তখন এই সপ্তাহে পুতিন এই মুল্য পরিশোধের দাবি তুলেছেন।

ম্যাক্রোঁ বলেছেন যে, ক্রেমলিনের কৌশল অনুসরণ করে “আমরা আমাদের বিশ্লেষণের কাজ চালিয়ে যাচ্ছি"।

কিন্তু তিনি জোর দিয়ে বলেন, “আমাদের স্বাক্ষরিত সমস্ত নথিতে এটি স্পষ্ট: এটা নিষিদ্ধ। সুতরাং ইউরোপীয় অংশীদার যারা গ্যাস কেনেন এবং যারা ইউরোপের মাটিতে আছেন তাদের অবশ্যই ইউরোতে মুল্য বিনিময় করতে হবে”।

“সুতরাং যে বিষয়ে অনুরোধ করা হয়েছে এখন তা করা সম্ভব নয় এবং এটি চুক্তিভিত্তিক নয়”, তিনি বলেছিলেন।

ফরাসি নেতা বলেন, তিনি বিশ্বাস করেন যে, মস্কো ইউক্রেনের ওপর হামলার জন্য তার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাগুলোকে এড়াতে “একটি কৌশল” হিসেবে পদক্ষেপটি ব্যবহার করছে।
প্রধান গ্যাস আমদানিকারক জার্মানি এই পদক্ষেপের নিন্দা করেছে এবং চ্যান্সেলর ওলাফ শোলজ শুক্রবার পুনর্ব্যক্ত করেন যে, চুক্তিগুলোতে কীভাবে গ্যাসের জন্য অর্থ প্রদান করা হবে, তা স্পষ্টভাবে উল্লেখ করা আছে।

রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা কমাতে কাজ করছে ইউরোপ। দেশগুলো জ্বালানির মুল্য প্রদানের জন্য প্রতিদিন কয়েক মিলিয়ন ইউরো মস্কোতে প্রেরণ করে চলেছে, যা বর্তমানে নিষেধাজ্ঞার সুযোগের বাইরে রয়েছে।

কিছু ইইউ দেশ মস্কোর মূল জ্বালানি রপ্তানি নিষিদ্ধ করতে জোটের প্রতি আহ্বান জানিয়েছে, তবে এখন পর্যন্ত জার্মানিসহ বেশ কয়েকটি দেশ এই পদক্ষেপটির বিরোধিতা করেছে।

XS
SM
MD
LG