অ্যাকসেসিবিলিটি লিংক

অন্য রাশিয়ানদেরও মুখ খোলার জন্য অনুরোধ করলেন যুদ্ধের প্রতিবাদকারী রুশ টিভি সাংবাদিক


(ফাইল ছবি) রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারকারী চ্যানেল ওয়ানের সম্পাদক মারিনা ওভস্যানিকোভা। ১৫ই মার্চ, ২০২২।
(ফাইল ছবি) রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারকারী চ্যানেল ওয়ানের সম্পাদক মারিনা ওভস্যানিকোভা। ১৫ই মার্চ, ২০২২।

রাশিয়ার একটি রাষ্ট্রীয় টেলিভিশনে সংবাদ সম্প্রচারের সময় ইউক্রেনে রুশ আক্রমণের প্রতিবাদকারী টেলিভিশন সম্পাদক, রবিবার অন্যান্য রাশিয়ানদেরও এই "ভয়াবহ যুদ্ধের" বিরুদ্ধে কথা বলার আহ্বান জানিয়েছেন।

মস্কোতে চ্যানেল ওয়ান টেলিভিশনে কাজ করার সময়, মেরিনা ওভস্যানিকোভা নামের ওই সম্পাদক সোমবার সন্ধ্যায় সরাসরি সম্প্রচারিত একটি সংবাদের সেটে প্রবেশ করেন, এবং সংবাদ পাঠকের পেছনে "যুদ্ধ নয়" লেখা একটি পোস্টার তুলে ধরেন।

এই ঘটনার পর তাকে আটক করা হয়, ৩০,০০০ রুবল (ডলার) জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে তাঁকে বিচারের মুখোমুখি করা হতে পারে। ফরাসি সরকার তাঁকে সেদেশে রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন।

রাশিয়ান চ্যানেল ওয়ানের সম্পাদক মেরিনা ওভসায়ানিকোভা লাইভ নিউজ চলাকালীন টিভি স্টুডিওতে ঢুকে এই পোস্টারটি তুলে ধরেন। ১৫ই মার্চ, ২০২২।
রাশিয়ান চ্যানেল ওয়ানের সম্পাদক মেরিনা ওভসায়ানিকোভা লাইভ নিউজ চলাকালীন টিভি স্টুডিওতে ঢুকে এই পোস্টারটি তুলে ধরেন। ১৫ই মার্চ, ২০২২।

তিনি এবিসি নিউজের "দিস উইক" প্রোগ্রামে যোগ দিয়ে বলেন, "আমাদের রাষ্ট্রীয় চ্যানেলগুলিতে প্রচারিত খবর গুলি খুব বেশি মাত্রায় বিকৃত এবং রাশিয়ার রাজনীতিতে ক্রমাগত যে বল প্রয়োগ করা হচ্ছে, তাতে আমরা আর উদাসীন থাকতে পারছিলাম না"।

তিনি বলেন তিনি আশা করেন "এটা হয়তো কিছু লোককে যুদ্ধের বিরুদ্ধে কথা বলতে উদ্বুদ্ধ করবে"।

একজন সংবাদ পাঠকের পিছনে তিনি যে পোস্টারটি ধরেছিলেন, তাতে লেখা ছিল: "যুদ্ধ বন্ধ করুন। অপপ্রচারে বিশ্বাস করবেন না। তারা এখানে আপনাকে মিথ্যা বলছে।"

XS
SM
MD
LG