অ্যাকসেসিবিলিটি লিংক

নিজের সন্তান থেকে দূরে থেকেও অন্যের সন্তানের দেখাশোনা করছেন কিয়েভের নার্সরা


ইউক্রেনের একটি আবাসিক ভবনের বেসমেন্টে বিশেষ আশ্রয় কেন্দ্রের অভ্যন্তরে সারোগেটে জন্ম নেওয়া শিশুদের দেখাশোনা করছেন একজন নার্স। ১৫ই মার্চ, ২০২২।
ইউক্রেনের একটি আবাসিক ভবনের বেসমেন্টে বিশেষ আশ্রয় কেন্দ্রের অভ্যন্তরে সারোগেটে জন্ম নেওয়া শিশুদের দেখাশোনা করছেন একজন নার্স। ১৫ই মার্চ, ২০২২।

কিয়েভের নিকটের একটি আবাসিক ভবনের বেজমেন্টের একটি অস্থায়ী ক্লিনিকে, ইউক্রেনের এক নার্স ওকসানা মার্টিনেঙ্কো ও তার সহকর্মীরা ২১টি শিশুর দেখাশোনার দায়িত্বে রয়েছেন। ঐ শিশুদের সবাই সারোগেট শিশু, যাদের পিতা-মাতা যুদ্ধের কারণে তাদেরকে নিতে আসতে পারছেন না।

দায়িত্বের পুরো সময়টাতেই মার্টিনেঙ্কো তার নিজের পরিবার নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তার সন্তানরা সুমি’র আশপাশের একটি অঞ্চলে রয়েছে। রুশ বাহিনীর গোলাবর্ষণের শিকার সুমি শহরটি রাজধানী থেকে ৩২০ কিলোমিটার পূর্বে অবস্থিত ।

মার্টিনেঙ্কোর জন্য তার সন্তানদের কাছে পৌঁছনোর চেষ্টা করাটা খুবই বিপজ্জনক। তাই তারা তাদের নানীর সাথে বাস করছে।

একটি শিশুর ডায়াপার বদল করতে করতে আলাপকালে, তিনি রয়টার্সকে মঙ্গলবার বলেন, “২৪ ফেব্রুয়ারি থেকে আমরা বাসায় যেতে পারিনি”।

“আমার বাড়ি সুমি অঞ্চলে, কিন্তু আমি সেখানে যেতে পারছি না। বাড়িতে আমার সন্তানরা রয়েছে… তারা (রুশ বাহিনী) গতকাল থেকে আমাদের শহরটিতে বোমাবর্ষণ শুরু করেছে। সেখানে কি হচ্ছে সেই খবরের জন্য আমরা প্রতিদিন অপেক্ষা করি… কিন্তু আমরা এই শিশুদের ছেড়ে যেতে পারি না।”

তার দায়িত্বে থাকা একটি শিশু সম্পর্কে তিনি বলেন, “এটাতে তাদের কোন দোষ নেই। এটা তাদের দোষ না যে তাদের অভিভাবকরা তাদেরকে নিতে আসতে পারছেন না। তাই আমরা এখানে রয়েছি। আমাদের দ্বারা যেভাবে সম্ভব, সেভাবেই আমরা সামাল দিচ্ছি আর তাদের দেখভাল করছি”।

আন্তর্জাতিক সারোগেসির একটি কেন্দ্র হল ইউক্রেন। কোন কোন হিসেব মতে, সেখানে স্বাভাবিক সময়ে প্রতি বছর হাজার হাজার সারোগেট শিশুর জন্ম হয়, যাদের অনেককেই বিদেশীরা অন্য দেশে নিয়ে যান।

অ্যান্টোনিনা ইয়েফিমোভিচ নামের পরিশ্রান্ত আরেক নার্স বলেন যে, কর্মীরা সেখানে আটকে রয়েছেন এবং শিশুদের দেখাশোনার জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন।

ইয়েফিমোভিচ বলেন, “আমাদের এখন বিশ্রামেরও সময় নেই… আমরা সামান্য কিছু সময় ঘুমানোর চেষ্টা করি, দায়িত্ব অদলবদল করার চেষ্টা করি। এটা কষ্টকর, কষ্টকর।”

বোমাবর্ষণ বৃদ্ধি পাওয়ায় বিস্ফোরণগুলো আরও জোরে শোনা যাচ্ছে। “এটা সত্যিই ভয়ানক।”

XS
SM
MD
LG