অ্যাকসেসিবিলিটি লিংক

টানা তিনদিন করোনায় মৃত্যুহীন বাংলাদেশ


ঢাকার ব্যাস্ত এলাকায় রিক্সার সারি। যাত্রীদের অনেকেই মাস্ক পরে আছেন। (ফাইল ছবি- এপি)
ঢাকার ব্যাস্ত এলাকায় রিক্সার সারি। যাত্রীদের অনেকেই মাস্ক পরে আছেন। (ফাইল ছবি- এপি)
বাংলাদেশে টানা তৃতীয় দিনের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা শুরু থেকে এই পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা হচ্ছে ২৯ হাজার ১১২ জন।
বৃহস্পতিবার অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৩৩ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ১৩ হাজার ৭৯১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার এক দশমিক ৬৯ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ২৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও এক হাজার ৫৬১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬৭ হাজার ১৬১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৭৩ শতাংশ।
XS
SM
MD
LG