অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে দুই মাসে ৪৭ শিশু নিহত ও বিকলাঙ্গ হয়েছে— ইউনিসেফ


ফাইল ছবি: ইয়েমেনের রাজধানী সানা'র একটি হাসপাতালে অপুষ্টির শিকার এক শিশু, ২৮শে জুলাই, ২০১৫/ছবি/খালেদ আব্দুল্লাহ/রয়টার্স
ফাইল ছবি: ইয়েমেনের রাজধানী সানা'র একটি হাসপাতালে অপুষ্টির শিকার এক শিশু, ২৮শে জুলাই, ২০১৫/ছবি/খালেদ আব্দুল্লাহ/রয়টার্স

জাতিসংঘের শিশু তহবিল—ইউনিসেফ শনিবার জানিয়েছে, সহিংসতা বৃদ্ধির পর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ইয়েমেনের গৃহযুদ্ধে ৪৭ জন শিশু নিহত বা বিকলাঙ্গ হয়েছে।

২০১৫ সাল থেকে শুরু হওয়া যুদ্ধে অন্তত ১০ হাজারেরও বেশি অপ্রাপ্তবয়স্ক শিশু নিহত বা আহত হয়েছে উল্লেখ করে ইউনিসেফ বলেছে, “যুদ্ধে শিশুরাই প্রথম এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।”

ইয়েমেনে ইউনিসেফের প্রতিনিধি ফিলিপ ডুয়ামেল এক বিবৃতিতে বলেন, “এই বছরের প্রথম দুই মাসে, ইয়েমেনের বিভিন্ন স্থানে ৪৭ জন শিশু নিহত বা পঙ্গু হয়েছে বলে জানা গেছে।”

“প্রায় সাত বছর আগে ইয়েমেনে সংঘাত বৃদ্ধি পাওয়ার পর থেকে, জাতিসংঘ ১০ হাজার ২০০টিরও বেশি শিশু নিহত বা আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। প্রকৃত সংখ্যা সম্ভবত অনেক বেশি”, বিবৃতিতে আরও বলা হয়।

ইউক্রেন যুদ্ধে, রাশিয়া ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরু পর থেকে দুই সপ্তাহে কমপক্ষে ৭১ জন শিশু নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে, ইউক্রেন পার্লামেন্টের একজন কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন।

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে ইয়েমেনের যুদ্ধের প্রত্যক্ষ বা পরোক্ষ পরিণতিতে এখন পর্যন্ত কয়েক লাখ মানুষ মারা গেছেন।

নভেম্বরে জাতিসংঘের উন্নয়ন সংস্থা—ইউএনডিপি বলেছে, ২০২১ সালের শেষ নাগাদ যুদ্ধ, ক্ষুধা, অপরিষ্কার পানি এবং রোগের কারণে ৩ লাখ ৭৭ হাজার প্রাণ হারিয়েছে।

জানুয়ারিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের মে পর্যন্ত ইয়েমেনে যুদ্ধক্ষেত্রে বিদ্রোহীদের দ্বারা নিযুক্ত প্রায় ২ হাজার শিশু মারা গেছে।

XS
SM
MD
LG