উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন যে, যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সামরিক কর্মকাণ্ডের প্রকৃত সময়ের তথ্য প্রদানের জন্য আগামী বছরগুলোতে উত্তর কোরিয়া বেশ কয়েকটি পরিদর্শন স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার ন্যাশনাল অ্যারোস্পেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন পরিদর্শন করেন কিম । এ সময় তিনি বলেন, "প্রচুর" সামরিক পরিদর্শন স্যাটেলাইট সূর্যের সমান্তরাল মেরু কক্ষপথে স্থাপন করা হবে। গত বছর ঘোষিত একটি পঞ্চবার্ষিক পরিকল্পনায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়া একটি পরিদর্শন স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে বলে মনে হচ্ছে। এ পদক্ষেপ পারমাণবিক অস্ত্রধারী দেশের অস্ত্র পরীক্ষার মতো বিতর্কিত প্রমাণিত হতে পারে কারণ উভয় ক্ষেত্রে একই নিষিদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করা হয়।
উত্তর কোরিয়া বলেছে যে তারা ২৭ ফেব্রুয়ারি এবং ৫ মার্চ স্যাটেলাইট সিস্টেমের দুটি পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ বলছে যে, পরীক্ষায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জড়িত ছিল।
আন্তর্জাতিকভাবে উৎক্ষেপণগুলোর নিন্দা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে যে তারা ইয়েলো সাগরে নজরদারি এবং পরিদর্শন বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র আরও বলেছে, তারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার হার "উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি" পাবার পরে তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রস্তুতি বাড়িয়েছে।
স্যাটেলাইটের কাজ শুধুমাত্র তথ্য সংগ্রহের নয়। উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা, আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ এবং জাতীয় মর্যাদা উন্নীত করাও স্যাটেলাইটের উদ্দেশ্য বলে জানিয়েছেন কিম। কেসিএনএ -এর প্রতিবেদনে এসব জানানো হয়।
উত্তর কোরিয়ার পূর্ববর্তী মহাকাশ উৎক্ষেপণগুলোকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে। নিরাপত্তা পরিষদের প্রস্তাবে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।