আমেরিকান বায়োটেকনোলজি ফার্ম মডার্না কেনিয়ায় ৫০ কোটি ডোজ টিকা উৎপাদন স্থাপনা তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। একবার নির্মিত হলে এই স্থাপনায় প্রতি বছর প্রায় ৫ লাখ ডোজ টিকা তৈরি হবে, যার মধ্যে কোভিড-১৯ এবং এইচআইভি-র টিকা রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে, যুক্তরাষ্ট্র এবং আফ্রিকান ইউনিয়নের সহায়তায় তৈরি এই স্থাপনা আফ্রিকায় টিকা বৈষম্য দূর করতে সাহায্য করবে।
সোমবার নাইরোবিতে এক বক্তৃতায় কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা বলেছেন যে, মডার্নার সাথে অংশীদারিত্ব তার দেশ এবং আফ্রিকাকে ভবিষ্যতের স্বাস্থ্য সংকটে সাড়া দিতে সহায়তা করতে পারে।
মডার্না বলেছে যে, কেনিয়াতে এখনও নির্ধারিত জায়গায় এই সুবিধা স্থাপন করতে কমপক্ষে ৫০ কোটি ডলার খরচ করবে। ৫৫টি আফ্রিকান দেশে টিকা সরবরাহ করতে কেন্দ্রটি ব্যবহার করা হবে।
বিশ্বের সবচেয়ে কম টিকা দেওয়ার হার আফ্রিকান দেশগুলোতে । আফ্রিকায় টিকা উত্পাদন ব্যবস্থা না থাকা এ সমস্যা তৈরি হবার একটি কারণ।
কেনিয়া ভিত্তিক ভাইরোলোজিস্ট রোজমেরি সাং বলেছেন, একটি আফ্রিকান স্থাপনা আরও বেশি লোককে ভাইরাসের বিরুদ্ধে টিকা নিতে উদ্বুদ্ধ করবে।
আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ওষুধ কোম্পনিগুলোকে আফ্রিকায় একটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনের জন্য চাপ দিচ্ছে।
আফ্রিকার জনসংখ্যা ও স্বাস্থ্য গবেষণা কেন্দ্রের প্রধান ক্যাথরিন কিয়োবুতুঙ্গি বলেছেন, "বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা টিকাগুলো তৈরির ক্ষমতা আমাদের যত বেশি হবে, তত দ্রুত এটি বর্তমান এবং ভবিষ্যতের টিকার চাহিদা মেটাতে পারবে। যেমন গত দুই বছর আমরা মহামারী প্রত্যক্ষ করেছি কিন্তু প্রয়োজনের সাথে বিশ্বব্যাপী টিকা সরবরাহ তাল মিলিয়ে চলতে পারিনি।"
নতুন স্থাপনাটির নির্মাণকাজ কখন শুরু হবে সে ব্যাপারে মডার্না এবং কেনিয়ার নেতারা কিছু বলেননি।