অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সাথে লেনদেন স্থগিত করল দক্ষিণ কোরিয়া


রাশিয়ার একটি শহরে ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার জন্যে লাইনে দাঁড়িয়েছেন গ্রাহকরা। ফেব্রুয়ারি ২৫, ২০২২। (ছবি- এপি)
রাশিয়ার একটি শহরে ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার জন্যে লাইনে দাঁড়িয়েছেন গ্রাহকরা। ফেব্রুয়ারি ২৫, ২০২২। (ছবি- এপি)

ইউক্রেনে আক্রমণ চালানোর কারণে মস্কোর বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক তৎপরতার সর্বসাম্প্রতিক পদক্ষেপগুলোর ধারাবাহিকতায়, দক্ষিণ কোরিয়া সোমবার জানিয়েছে যে দেশটি রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সাথে সবধরণের লেনদেন স্থগিত করবে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানায় যে, “রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আর্থিক নিষেধাজ্ঞা বিবেচনায়”, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সাথে সকল ধরণের আর্থিক লেনদেন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

তবে, পদক্ষেপটির ব্যাপ্তি সম্পর্কে আর কোনও বিস্তারিত তথ্য না জানিয়ে তারা বলে যে, সম্পৃক্ত সংস্থাগুলোর সাথে আরও সমন্বয়ের প্রয়োজন রয়েছে।

দক্ষিণ কোরিয়ার সিদ্ধান্তটি এমন সময়ে আসল যখন কিনা বিভিন্ন পশ্চিমা সরকার, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা এবং ক্রমবর্ধমান সংখ্যক গুরুত্বপূর্ণ কোম্পানী রাশিয়াকে বিচ্ছিন্ন করতে কাজ করছে। নিজেদের প্রতিবেশী দেশের উপর বিশ্ব জুড়ে নিন্দিত আক্রমণটির কারণে রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা।

ইতোপূর্বে দক্ষিণ কোরিয়া জানিয়েছিল যে, কৌশলগত মালামালের চালান নিষিদ্ধ করার মাধ্যমে তারা মস্কোর বিরুদ্ধে রফতানি নিয়ন্ত্রণ জোরদার করবে। পশ্চিমা দেশগুলোর সাথে একজোট হয়ে রাশিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাংকের সাথে লেনদেনও স্থগিত করেছে দক্ষিণ কোরিয়া।

সোমবারের সিদ্ধান্তটি রাশিয়া ও তার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার নেওয়া পদক্ষেপগুলোর সর্বসাম্প্রতিক ঘটনা।

রবিবার সোল ঘোষণা দেয় যে, “রাশিয়ার ইউক্রেনে আক্রমণটি কার্যকরভাবে সমর্থন করার কারণে” তারা বেলারুশের বিরুদ্ধে রফতানি নিয়ন্ত্রণ আরোপ করবে। তবে নির্দিষ্ট কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিশ্বের বৃহত্তম স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান, স্যামসাং ইলেকট্রনিক্সও সপ্তাহান্তে ঘোষণা দেয় যে, “ভূরাজনৈতিক কারণে” তারা রাশিয়াতে তাদের পণ্যের সকল চালান স্থগিত করেছে।

বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতিও সুইফট নামক আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থাটি থেকে রাশিয়াকে অপসারণের বহুজাতিক নিষেধাজ্ঞায় যোগ দিয়েছে। সুইফট আন্তঃমহাদেশীয় অর্থ লেনদেনে ব্যবহার করা হয়।

এদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল সতর্ক করেছে যে, ইউক্রেনে যুদ্ধের ইতোমধ্যেই “গুরুতর” হয়ে ওঠা আন্তর্জাতিক অর্থনৈতিক প্রভাবটি, সহিংসতা বৃদ্ধি পেলে “আরও বেশি বিধ্বংসী” হয়ে উঠতে পারে।

XS
SM
MD
LG