অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানদের নিরাপদে দেশ ছাড়ার অনুমতি দিতে তালিবানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র


ফাইল - এক তালিবান যোদ্ধা কাবুলের বিমানবন্দরে আফগান এয়ারলাইন্সের বিমানের পাশে পাহারা দিচ্ছে৷১২ সেপ্টেম্বর ২০২১।
ফাইল - এক তালিবান যোদ্ধা কাবুলের বিমানবন্দরে আফগান এয়ারলাইন্সের বিমানের পাশে পাহারা দিচ্ছে৷১২ সেপ্টেম্বর ২০২১।

নতুন তালিবান ভ্রমণ নিষেধাজ্ঞা এবং আফগানিস্তান থেকে বিদেশে যাবার ফ্লাইট স্থগিত সংক্রান্ত উদ্বেগের মধ্যে দেশ ছাড়তে চাওয়া আফগানদের দেয়া প্রতিশ্রুতিকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

বুধবার স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন যে কর্মকর্তারা তালিবানের নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বুধবার আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের চার্জ ডি'অ্যাফেয়ার্স ইয়ান ম্যাককারি টুইট করেছেন যে, "যাদের বৈধ ভ্রমণ নথি রয়েছে তাদের দেশ ত্যাগ করতে পারা উচিত।"

তালিবানের শীর্ষস্থানীয় মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সপ্তাহান্তে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে, আফগানদের "যথাযথ কারণ " ছাড়াই দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করা থেকে আফগানিস্তানের কর্তৃপক্ষ নিবৃত্ত করবে।

যুক্তরাষ্ট্র ও নেটো বাহিনীর সাথে কাজ করেছে এমন কাউকে আটকানোর জন্য আফগানিস্তানের প্রবেশ পথে কর্মকর্তাদের কাছে পৃথক রিপোর্ট করা সংক্রান্ত তালেবানের নির্দেশ সম্পর্কে ভয়েস অফ আমেরিকা জানতে চাইলে মুজাহিদ বলেন, "এই প্রতিবেদনটি সঠিক নাও হতে পারে।"

আফগান সংবাদ সাইট 8am.af দ্বারা নির্দেশটি প্রাপ্ত এবং প্রকাশ করা হয়েছে।মুজাহিদের আশ্বাস সত্ত্বেও, ভ্রমণের বিষয়ে তালিবানের নীতি অস্পষ্ট রয়ে গেছে, যার ফলে দেশ ছাড়তে চাওয়া হাজার হাজার আফগান বিপাকে পড়েছেন।

তালিবান কর্তৃক কাবুল দখলের পর আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ১ লাখ ২৪ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেয়।

সর্বশেষ আনুষ্ঠানিকভাবে সরিয়ে নেওয়ার তারিখ সম্পর্কে প্রশ্ন করা হলে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জবাব দেননি।

মুখপাত্র অবশ্য বলেছেন, তারা "আফগানিস্তান ছেড়ে যেতে ইচ্ছুক মার্কিন নাগরিক, বৈধ স্থায়ী বাসিন্দা এবং আফগান মিত্র ও তাদের যোগ্য পরিবারের সদস্যদের নিরাপদ ও সুশৃঙ্খল ভ্রমণের সুবিধা প্রদান করে চলেছে।"

*** ভয়েস অফ আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো প্রধান নাইক চিং এবং ভয়েস অফ আমেরিকা আফগান বিভাগের নাজিবা খলিল এই প্রতিবেদনটিতে সাহায্য করেছেন।

XS
SM
MD
LG