অ্যাকসেসিবিলিটি লিংক

দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা


ধোঁয়াশায় আচ্ছন্ন ঢাকার চিত্র। (ফাইল ফটো- এএফপি)
ধোঁয়াশায় আচ্ছন্ন ঢাকার চিত্র। (ফাইল ফটো- এএফপি)

আবারও বিশ্বের সবচেয়ে খারাপ বায়ুর মানের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকার বায়ুর মান ছিল “অত্যন্ত অস্বাস্থ্যকর”।

সোমবার সকাল ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ২৪২ রেকর্ড করা হয়েছে। ইনডেক্সে ঢাকার পরে যৌথভাবে রয়েছে কাজাখস্তানের নুর-সুলতান ও পাকিস্তানের লাহোর। সোমবার এই দুই শহরের একিউআই স্কোর ছিল ১৮৭।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে “খারাপ” বলা হয়। ৩০১ থেকে ৪০০ স্কোর “ঝুঁকিপূর্ণ” বলে বিবেচিত হয়। যা মানুষের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

ঢাকায় দীর্ঘদিন ধরে বায়ু দূষণ হচ্ছে। ঢাকার বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

জাতিসংঘের তথ্যমতে, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ু দূষণের কারণে প্রতি বছর প্রধানত নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে।

XS
SM
MD
LG