অ্যাকসেসিবিলিটি লিংক

পুলিশের অভিযোগ: ফিলিপাইনের আটক চিকিৎসক একজন শীর্ষ বিদ্রোহী নেতা 



ফিলিপাইনের মিন্দানাও অঞ্চল, ছবি/ গুগল/ ভিওএ
ফিলিপাইনের মিন্দানাও অঞ্চল, ছবি/ গুগল/ ভিওএ

ফিলিপাইনের পুলিশ রাজধানী ম্যানিলাতে একজন চিকিৎসককে গ্রেফতার করেছে। তাকে মাওবাদী বিদ্রোহী দলের নেতা বলে দোষারোপ করা হয়েছে। এই দলটি সরকারের বিরুদ্ধে বহু দশক ধরে বিদ্রোহী তৎপরতা চালিয়ে আসছে।

৫৩ বছর বয়সী বিদ্রোহী নেতা, মারিয়া নাতিভিদাদ ক্যাস্ট্রোকে জামিন ছাড়া আটক রাখা হয়েছে। নিম্ন আদালত ২০২০ সালে যে কারণে তার গ্রেফতারের আদেশ দেয় সেই অপহরণের অভিযোগে তার বিচার করা হবে বলে শুক্রবার রাতে পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে।

তবে তার সাবেক নিয়োগদাতা, মানবাধিকার নজরদারি সংস্থা, কারাপাতান জানায়, ক্যাস্ট্রো'র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, কারণ তিনি অশান্ত মিন্দানাও অঞ্চলে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করেন এবং সেই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করেছিলেন।

শুক্রবার তার বাড়িতে তাকে গ্রেফতার করে পুলিশ, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি ফিলিপাইনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির একজন সদস্য।

গ্ৰুপটি ক্যাস্ট্রোকে তার ডাক নামে উল্লেখ করে জানায় "কারাপাতান মানবাধিকার ও স্বাস্থ্যকর্মী, ডঃ নেটি ক্যাস্ট্রোর গ্রেফতারের নিন্দা জানাচ্ছে, তার এই আটক মানবাধিকার সক্রিয়বাদীদের বিরুদ্ধে আরো এক ধরণের হামলা বলে বিবেচিত হবে"।

সমালোচকেরা জানান কমিউনিজম, স্থানীয়ভাবে যাকে "ঘৃণ্য” বলে মনে করা হয় এবং এই অভিধাটি সক্রিয়বাদী, সাংবাদিক, আইনজীবী ও ভিন্ন মতাদর্শীদের অসম্মান বা অপবাদ দেয়া এবং আটক করার জন্য ব্যবহার করা হয়ে থাকে।

ফিলিপাইনে এই প্রথা নতুন কিছু নয়, তবে অধিকার গ্ৰুপগুলোর মতে প্রেসিডেন্ট রোড্রিগো দূতের্তে'র আমলে তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দূতের্তে যিনি নিজেকে সমাজতান্ত্রিক বলে দাবি করেন, ২০১৬ সালে তার প্রথম আমলে তিনি বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তির প্রস্তাব করেন।

তবে, ২০১৭ সালে আলোচনা ভেঙ্গে গেলে, তিনি কমিউনিস্ট পার্টি ও তাদের সশস্ত্র শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করেন এবং সেনাবাহিনীকে নারী বিদ্রোহীদের যৌনাঙ্গ লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেন।

ফেইসবুক মারফত ক্যাস্ট্রোর ভাই জোর দিয়ে বলেন যে মারিয়া একজন স্বাস্থ্যকর্মী যিনি আদিবাসী সম্প্রদায়গুলোতে সেবা প্রদান করেছেন।

ফিলিপাইনের পুলিশ প্রধান, দিওনার্দো কার্লস ক্যাস্ট্রোর গ্রেফতারের জন্য তার বাহিনীকে অভিনন্দন জানান। এক বিবৃতিতে তিনি জানান, "বিচারের জন্য তাকে আদালতে আনা সম্ভব করেছে তার বাহিনী"।

[এএফপি]

XS
SM
MD
LG