অ্যাকসেসিবিলিটি লিংক

নিজারে ভূমি মাইন বিস্ফোরণে ৫জন নিহত


ফাইল - পশ্চিম নাইজারের টিলাবেরি অঞ্চলে জিহাদি বিরোধী বিশেষ বাহিনীর একটি দল টহল দিচ্ছে। ৬ নভেম্বর ২০২১।
ফাইল - পশ্চিম নাইজারের টিলাবেরি অঞ্চলে জিহাদি বিরোধী বিশেষ বাহিনীর একটি দল টহল দিচ্ছে। ৬ নভেম্বর ২০২১।

বৃহস্পতিবার নিজারের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সাহেলের এ দেশটির দক্ষিণ-পশ্চিমে একটি ভূমি মাইনের বিস্ফোরণে পাঁচ নাইজেরিয়ান সৈন্য নিহত হয়েছে।

পাবলিক রেডিওতে পাঠ করা এক বিবৃতিতে মন্ত্রক বলেছে, বুধবার সেনাবাহিনীর একটি টহল ইউনিট মাইনটিতে আঘাত করলে পাঁচজন সৈন্য নিহত এবং অপর দুজন আহত হয়।

বিস্ফোরণটি টিলাবেরি অঞ্চলের গোথেই জেলায় ঘটেছে। এটি একটি সংঘর্ষপূর্ণ এলাকা যেখানে নিজার, বুর্কিনা ফাসো এবং মালি- এ তিন দেশের সীমান্ত মিলিত হয়েছে।

ইসলামপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিস্তৃত সাহেল অঞ্চলে মোতায়েন করা আন্তর্জাতিক বাহিনীর প্রচেষ্টা সত্ত্বেও পশ্চিম নিজার বছরের পর বছর ধরে জিহাদি হামলার সম্মুখীন হয়েছে।

জাতিসংঘের মানব উন্নয়ন সূচক অনুসারে বিশ্বের দরিদ্রতম দেশ নিজার দেশটিকে দুটি বিদ্রোহের মোকাবেলা করতে হয়েছে।

নিজার পশ্চিমে ইসলামিক স্টেট ইন দ্য গ্রেটার সাহারা (আইএসজিএস), এবং নাইজেরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ-পূর্বে বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি)-এর মতো গোষ্ঠীগুলোর মোকাবেলা করেছে।

XS
SM
MD
LG