অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটেনের প্রিন্স চার্লসের স্ত্রী ক্যামিলা কোভিড আক্রান্ত 


ব্রিটেনের সিংহাসনের উত্তরসূরি প্রিন্স চার্লস-এর সহধর্মিণী, ক্যামিলা, ডাচেস অফ কর্নওয়াল। ফেব্রুয়ারি ১০, ২০২২। (পুল ছবি- রয়টার্স)
ব্রিটেনের সিংহাসনের উত্তরসূরি প্রিন্স চার্লস-এর সহধর্মিণী, ক্যামিলা, ডাচেস অফ কর্নওয়াল। ফেব্রুয়ারি ১০, ২০২২। (পুল ছবি- রয়টার্স)

ব্রিটেনের সিংহাসনের উত্তরসূরি প্রিন্স চার্লস-এর সহধর্মিণী, ক্যামিলা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

প্রিন্স অফ ওয়েলস-এর লন্ডনের রাজকীয় বাসস্থান, ক্ল্যারেন্স হাউজ এক বিবৃতিতে জানায়, “ডাচেস অফ কর্নওয়ালের কোভিড-১৯ পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েছে এবং তিনি স্বেচ্ছায়-অন্তরীণে রয়েছেন।” তাতে আরও বলা হয়, “আমরা সরকারী নির্দেশনা মান্য করে চলেছি।”

৭৩ বছর বয়সী চার্লস, গত সপ্তাহে দ্বিতীয়বারের মত কোভিড-১৯ ‘এ আক্রান্ত হন বলে পরীক্ষায় জানা যায়। ক্ল্যারেন্স হাউজ সোমবার চার্লস এর অবস্থা সম্বন্ধে আর কোন নতুন তথ্য প্রদান করেনি। ক্যামিলা সম্পর্কেও আর কোন বিস্তারিত তথ্য জানানো হয়নি।

চার্লস এবং ক্যামিলা উভয়েই কোভিডের বুস্টার ডোজ সহ পূর্ণ দুই ডোজ টিকা গ্রহণ করেছেন।

রাজ পরিবারের একটি সূত্র রয়টার্সকে গত সপ্তাহে জানিয়েছিল যে, সংক্রমণ ধরা পড়ার দুই দিন পূর্বে চার্লস তার মা, রানী এলিজাবেথ-এর সাথে দেখা করেছিলেন। সূত্রটি সে সময়ে জানায় যে, রানী রোগের কোন লক্ষণ প্রদর্শন করছেন না কিন্তু তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে ২০২০ সালের মার্চ মাসে চার্লসের প্রথমবার কোভিড সংক্রমণ ধরা পড়েছিল। সে সময়ে তিনি বলেছিলেন যে, তিনি সৌভাগ্যবান যে তার লক্ষণগুলো স্বল্পমাত্রার ছিল। তার কিছু সময় পরেই তার পুত্র প্রিন্স উইলিয়ামও কোভিড সংক্রমিত হন।

XS
SM
MD
LG