অ্যাকসেসিবিলিটি লিংক

গাইবান্ধায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ


গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট নয়াপাড়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত খোকন মিয়া (৩৫) রাজাবিরাট নয়াপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন জানান, নিহত খোকন মাদকাসক্ত ছিলেন। মাদক কিনতে মাঝে মধ্যে এলাকায় চুরি করতেন। শুক্রবার রাতে খোকন বাড়ি থেকে বের হয়। এরপর রাজাবিরাট সাঁওতাল পাড়ায় চুরি করতে গিয়ে ধরা পড়লে স্থানীয় লোকজন তাকে পিটুনি দেয়। পরে আহত অবস্থায় বাড়িতে ফেরার পর তার মৃত্যু হয়।

ওসি বলেন, “খোকনের পরিবার অভিযোগ করার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।”

XS
SM
MD
LG