রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি ছাত্রাবাসের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে ক্যাম্পাসের ভেতরে শহীদ হাবিবুর রহমান হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদ হাবিব হিমেল গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রদীপ কুমার পান্ডে নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীরা জানান, নির্মাণসামগ্রী বহনকারী ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই হিমেল নিহত হয়। রায়হান প্রামাণিক নামে আরেকজন ছাত্র গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই এলাকায় কয়েকটি ট্রাক ভাঙচুরের পর তাতে আগুন ধরিয়ে দেন।
পরে বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ঢাকা-রাজশাহী মহাসড়ক কিছু সময়ের জন্য অবরোধ করেন শিক্ষার্থীরা।