যুক্তরাষ্ট্র স্বল্প আয়ের দেশগুলোতে বিনা মূল্যে টিকা পাঠানো অব্যাহত রেখেছে। হোয়াইট হাউজ বৃহস্পতিবার মধ্য এশিয়ার স্থলবেষ্টিত দেশ, তাজিকিস্তানের জন্য দুই ডোজ টিকার জন্য প্রায় ৩ লাখ ডোজ ভ্যাকসিন অনুদানের কথা জানায়। হোয়াইট হাউজের কর্মকর্তা ভিওএকে জানান বৃহস্পতিবার এসব ডোজের চালান পাঠানো হবে।
এর ঠিক একদিন আগে হোয়াইট হাউজ জানায়, যুক্তরাষ্ট্র অন্তত ১১২টি দেশে ৪ কোটি ডোজ টিকা পাঠানোর লক্ষ্যমাত্রায় পৌঁছেছে। প্রেসিডেন্ট বাইডেনের প্রধান চিকিৎসা পরামর্শদাতা ড: ফাউচি ভয়েস অফ আমেরিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেন,মহামারীকে পরাস্ত করতে এসব আন্তর্জাতিক ভ্যাকসিন অনুদান যুক্তরাষ্ট্রের নীতি-কৌশলের অংশ বিশেষ।
সর্বসাম্প্রতিক এই ভ্যাকসিন অনুদানের পর মধ্য এশিয়ার এই দেশটি ফাইজারের, ২,৯৯,৫২০টি ভ্যাকসিন লাভ করবে। বিশ্বজনীন ভ্যাকসিন কর্মসূচি, কোভ্যাক্স -এর মাধ্যমে এই অনুদান দেয়া হচ্ছে। সমতার ভিত্তিতে কোভিড-১৯ এর টিকা বিতরণ নিশ্চিত করতে কোভ্যাক্স প্রতিষ্ঠা করা হয়।
সমালোচকেরা বলছেন যুক্তরাষ্ট্র যদিও অন্যান্য যে কোনো দেশের চাইতে বেশি অবদান রেখেছে, তবে বিশ্বের সবচাইতে ধনী দেশটি আরো অবদান রাখতে সক্ষম।
ব্যক্তিগত খাতের উদ্যোক্তা, অক্সফাম আমেরিকা'র উর্ধতন ব্যবস্থাপক, রবি সিল্ভারমান বলেন, “মধ্য ও স্বল্প আয়ের দেশগুলো যা চায়, যেমন তাদের নাগরিকদের জন্য নিজেদের টিকা উৎপাদনে সামর্থ অর্জন করা যুক্তরাষ্ট্রের সেখানে নেতৃত্ব দিতে হবে। তিনি আরও বলেন , “ এটি শুরু হবে "ট্রিপ্স" মওকুফ এবং ভ্যাকসিন রেসিপি খোলার মাধ্যমে, কারিগরি প্রযুক্তির আদান-প্রদান এবং বিশ্বজুড়ে দক্ষ প্রস্তুতকারকদের বিভিন্ন সহায়তা দিয়ে”। যুক্তরাষ্ট্রের সর্ব সাম্প্রতিক অনুদান পুষ্ট দেশ, তাজিকিস্তান দৃশ্যত দ্রুততার সঙ্গে ভ্যাকসিন উদ্যোগ গ্রহণ করেছে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে অনুযায়ী, এ বছরের গোড়াতে দেশটির ১ কোটি জনগণের জন্য ৬০ লাখ ৯০ হাজার টিকা দেয়া হয়েছে।
তাজিকিস্তানে ১৭, ৬০০ 'র বেশি লোক সংক্রমিত হয়েছেন এবং ১২৫ জনের মৃত্যু হয়েছে।